গত বছরে দেশের হয়ে আট ম্যাচে ৫৩৭ রান করেছেন ঋষভ পন্থ।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দ্রুতই ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন ঋষভ পন্থ। গত বছরের পারফরম্যান্সের নিরিখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সেরা উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতিও পেলেন তিনি।
গত বছর ভারতের হয়ে মোট আট ম্যাচে নেমেছিলেন পন্থ। ব্যাট করেছিলেন ১৪ ইনিংসে। সব মিলিয়ে করেছিলেন ৫৩৭ রান। তার মধ্যে দুটো হাফ-সেঞ্চুরি ও একটি শতরান ছিল। সর্বাধিক ছিল ১১৪। ৩৮.৩৬ গড়ে রান করেছিলেন দিল্লির এই বাঁ-হাতি ব্যাটসম্যান। স্ট্রাইক রেট ছিল ৭১.২২। এ ছাড়া উইকেটকিপার হিসেবে ৪০ ক্যাচ নিয়েছিলেন তিনি। করেছিলেন দুটো স্টাম্পিংও।
মঙ্গলবার আইসিসি টুইট করে জানিয়েছে, “ঋষভকে অভিনন্দন। ২০১৮ সালে পুরুষদের সেরা উদীয়মান ক্রিকেটার ওই। প্রথম ভারতীয় উইকেটকিপার হিসেবে ও ইংল্যান্ডে টেস্টে সেঞ্চুরি করেছে। ডিসেম্বরে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও টেস্টে সবচেয়ে বেশি, ১১ ক্যাচ নেওয়ার রেকর্ড স্পর্শও করেছে।”
আরও পড়ুন: বর্ষসেরা ক্রিকেটার, সেরা টেস্ট-ওয়ানডে ক্রিকেটারও, পুরস্কারের হ্যাটট্রিক কোহালির
আরও পড়ুন: নিউজিল্যান্ডই ৩-২ ফলে জিতবে একদিনের সিরিজে, ভবিষ্যদ্বাণী হেসনের
কয়েক মাস আগে ইংল্যান্ডে সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক ঘটিয়েছিলেন ঋষভ। সিরিজের পঞ্চম টেস্টে সেঞ্চুরি করেন তিনি। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ছয় মেরে আন্তর্জাতিক ক্রিকেটে খাতা খোলার রেকর্ডও করেন ২১ বছর বয়সী। গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে তিনি একদিনের ক্রিকেটে অভিষেক ঘটান। অস্ট্রেলিয়ায় সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বাধিক রানসংগ্রহকারী ছিলেন তিনি। সিডনিতে সিরিজের শেষ টেস্টে তিনি ১৫৯ রান করেন। সেই ইনিংস একাধিক রেকর্ড ভাঙেন তিনি। এই মুহূর্তে ভারতের একদিনের দলে তিনি নেই। বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। তবে বিশ্বকাপের ভাবনায় তিনি আছেন বলেই জানানো হয়েছে জাতীয় নির্বাচকদের তরফে।
Congratulations to @RishabPant777, the ICC Men’s Emerging Cricketer of the Year 2018! 🇮🇳
— ICC (@ICC) January 22, 2019
He became the first Indian wicket-keeper to score a Test century in England, and equalled the record for the most catches taken in a Test, with 11 in Adelaide in December.#ICCAwards 🏆 pic.twitter.com/s5yQBuwWlv
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy