Advertisement
১৮ মে ২০২৪

এক লাফে পাঁচ কোটিতে ঋষভ

ভারতীয় ক্রিকেটারদের যে বার্ষিক চুক্তি করা হয় প্রতি বছর, তাতে ঋষভ আছেন দ্বিতীয় গ্রেডে। বিরাট কোহালি, রোহিত শর্মা ও যশপ্রীত বুমরাদের পরেই। বৃহস্পতিবার বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের (সিওএ) যে বৈঠক ছিল দিল্লিতে, তাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাতে সরকারি ভাবে বোর্ডের তরফে সে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়।

পারফরম্যান্সে উন্নতির সঙ্গে এ বার ঋষভ পন্থের আয়ও লাফ দিয়ে বাড়তে চলেছে চলতি বছরে।—ছবি এএফপি।

পারফরম্যান্সে উন্নতির সঙ্গে এ বার ঋষভ পন্থের আয়ও লাফ দিয়ে বাড়তে চলেছে চলতি বছরে।—ছবি এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৯ ০৩:৪৭
Share: Save:

পারফরম্যান্সে উন্নতির সঙ্গে এ বার ঋষভ পন্থের আয়ও লাফ দিয়ে বাড়তে চলেছে চলতি বছরে। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড যে তালিকা প্রকাশিত করেছে, তাতে দেখা যাচ্ছে, বার্ষিক পাঁচ কোটি টাকার চুক্তির আওতায় এসেছেন ঋষভ। গত বছর যে ২৬ জন ক্রিকেটার বোর্ডের চুক্তির আওতায় ছিলেন, তাঁদের মধ্যে ঋষভ ছিলেন না। কিন্তু ভারতীয় দলে সুযোগ পাওয়ার পরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ভাল খেলে সাড়া ফেলে দিয়েছিলেন এই তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান। তার পরেই এই উত্তরণ।

ভারতীয় ক্রিকেটারদের যে বার্ষিক চুক্তি করা হয় প্রতি বছর, তাতে ঋষভ আছেন দ্বিতীয় গ্রেডে। বিরাট কোহালি, রোহিত শর্মা ও যশপ্রীত বুমরাদের পরেই। বৃহস্পতিবার বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের (সিওএ) যে বৈঠক ছিল দিল্লিতে, তাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাতে সরকারি ভাবে বোর্ডের তরফে সে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়।

কোহালি, রোহিতরা বোর্ডের চুক্তির ‘এ প্লাস’ গ্রেডে রয়েছেন। যাঁরা বার্ষিক সাত কোটি টাকা পান। তার পরের গ্রেডেই অর্থাৎ ‘এ’-তে চলে এলেন ঋষভ। এই স্তরে গত বার ছিলেন ভারতীয় টেস্ট দলের উইকেটকিপার, বাংলার ঋদ্ধিমান সাহা। কিন্তু গত বছর তাঁর কাঁধে অস্ত্রোপচার হওয়ায় সারা বছরই ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। আট মাস পরে মাঠে ফিরলেও তাঁকে এ বার ‘এ’ গ্রেডে রাখা হল না। ঋদ্ধিমানকে রাখা হল ‘সি’ গ্রেডে (বার্ষিক এক কোটি)। মেয়েদের বোর্ডের চুক্তিতে ‘বি’ গ্রেডে (বার্ষিক ৩০ লাখ) আছেন বাংলার ঝুলন গোস্বামী। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়া হার্দিক পাণ্ড্য এবং কে এল রাহুলকে ‘বি’ গ্রেডেই রাখা হচ্ছে। ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, মহেন্দ্র সি‌‌ংহ ধোনিরা আছেন ‘এ’ গ্রেডে।

বোর্ডের নতুন চুক্তি

‘এ+’ তালিকা
(বার্ষিক সাত কোটি)
বিরাট কোহালি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা।

‘এ’ তালিকা
(বার্ষিক পাঁচ কোটি)
আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পুজারা, অজিঙ্ক রাহানে
এম এস ধোনি, শিখর ধওয়ন, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, ঋষভ পন্থ।

‘বি’ তালিকা
(বার্ষিক তিন কোটি)
কে এল রাহুল, হার্দিক পাণ্ড্য, উমেশ যাদব, যুজবেন্দ্র চহাল।

‘সি’ তালিকা
(বার্ষিক এক কোটি)
কেদার যাদব, ঋদ্ধিমান সাহা, দীনেশ কার্তিক, অম্বাতি রায়ডু, মণীশ পাণ্ডে, হনুমা বিহারী, খলিল আহমেদ।

ভুবনেশ্বর এবং শিখর ধওয়নকে এ বার সর্বোচ্চ স্তরের চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আগে তাঁরা ছিলেন ‘এ’ প্লাস, অর্থাৎ সাত কোটির চুক্তিতে। কিন্তু তিন ফর্ম্যাটের ক্রিকেটে এখন যে-হেতু এই দুই ক্রিকেটার আর নিশ্চিত নন, তাই তাঁদের নীচের ধাপের চুক্তিতে রাখা হল বলে মনে করা হচ্ছে।

চেতেশ্বর পুজারা অস্ট্রেলিয়ায় দুর্দান্ত খেললেও তাঁকে রাখা হয়েছে ‘এ’ বিভাগে। কারণ তিনি সেই এক ফর্ম্যাটের ক্রিকেটার, অর্থাৎ টেস্ট ক্রিকেট। তিন ধরনের ক্রিকেটেই দাপিয়ে খেলা চায়নাম্যান বোলার কুলদীপ যাদব রয়েছেন ‘এ’ বিভাগে। এর আগে তিনি ছিলেন ‘বি’-তে। ‘সি’-তে ঋদ্ধিমানের সঙ্গে আছেন অম্বাতি রায়ডু, দীনেশ কার্তিকেরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket India BCCI Rishabh Pant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE