করোনা আক্রান্ত ঋষভ পন্থ। ইংল্যান্ডে ভারতীয় দলের উইকেটরক্ষক করোনা আক্রান্ত বলে জানিয়েছে ভারতীয় বোর্ড। নিভৃতবাসে রয়েছেন তিনি। কিছু দিন আগে ওয়েম্বলির মাঠে ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে তাঁর ছবিও দেখা গিয়েছিল নেটমাধ্যমে।
বিসিসিআই-এর তরফে বলা হয়েছে, ‘‘এক আত্মীয়ের বাড়িতে নিভৃতবাসে রয়েছে পন্থ। বৃহস্পতিবার দলের সঙ্গে ডারহাম যাবেন না তিনি।’’
বৃহস্পতিবার সকালেই জানা গিয়েছিল ভারতীয় দলের দু’জন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যেই একজন পন্থ।