Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sachin Tendulkar

সচিন, সহবাগদেরই দাপট, ব্যাটিং হোক বা বোলিং, কিংবদন্তিদের সিরিজে আধিপত্য ভারতীয়দেরই

রবিবারই শেষ হয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। শ্রীলঙ্কা লেজেন্ডসকে ১৪ রানে হারিয়ে ফাইনালে জিতেছে ভারত।

দাপট দেখালেন কাইফ, যুবরাজ, সচিনরাই।

দাপট দেখালেন কাইফ, যুবরাজ, সচিনরাই। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ১২:১২
Share: Save:

রবিবারই শেষ হয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। শ্রীলঙ্কা লেজেন্ডসকে ১৪ রানে হারিয়ে ফাইনালে জিতেছে ভারত। পরিসংখ্যান বিচার করলে দেখা যাচ্ছে, রান, গড়, স্ট্রাইক রেট বা উইকেট, সব দিক থেকেই প্রথম পাঁচে ভারতীয় ক্রিকেটারদের দাপট রয়েছে।

রানের বিচারে তিন নম্বরে রয়েছেন সচিন তেন্ডুলকর। ৭ ম্যাচে ২৩৩ রান করেছেন তিনি। সর্বোচ্চ ৬৫। বীরেন্দ্র সহবাগ রয়েছেন পাঁচ নম্বরে। তিনি ৭ ম্যাচে ২১৪ রান করেছেন। সর্বোচ্চ রান অপরাজিত ৮০। ৮ ম্যাচে ২৭১ রান নিয়ে তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান।

সর্বোচ্চ রানের জুটির তালিকায় রয়েছে দুই ভারতীয় জুটি। দু’বারই রয়েছে সচিনের নাম। বাংলাদেশের বিরুদ্ধে গত ৫ মার্চ ১০ উইকেটে জিতেছিল ভারত। সেই ম্যাচে ওপেনিং জুটিতে ১১৪ তুলেছিলেন সচিন এবং সহবাগ। এরপর ১৩ মার্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় উইকেটে সুব্রহ্মনিয়ম বদ্রিনাথের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়েন সচিন।

সর্বোচ্চ স্ট্রাইক রেটে প্রথম পাঁচে রয়েছেন দুই ভারতীয়। চারে ইরফান পাঠান। তাঁর স্ট্রাইক রেট ১৮৫.২৯। পাঁচে মনপ্রীত গোনি। তাঁর স্ট্রাইক রেট ১৮২.৩৫। গড়ের দিক থেকে প্রথম পাঁচে জায়গা পেয়েছেন তিন ভারতীয়। তিনে থাকা ইউসুফ পাঠানের গড় ৬৯.৫০। চারে যুবরাজ সিংহ। তাঁর গড় ৬৪.৬৬। পাঁচে থাকা গোনির গড় ৬২।

বোলিং বিভাগেও সমান সফল ভারত। উইকেটশিকারীদের তালিকায় প্রথম পাঁচে দুই ভারতীয়। ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে দ্বিতীয় ইউসুফ পাঠান। সেরা বোলিং ৩/২৮। তিনে রয়েছেন মুনাফ পটেল। তিনি ৭ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৪/১৯।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE