আতলেতিকো দে কলকাতার জার্সি পরে এ বার মাঠে দেখা যাবে লিভারপুর, টটেনহ্যামের তারকা স্ট্রাইকার রবার্ট ডেভিড কিনকে।
বয়সের কারণে গত দু’বছরের সর্বোচ্চ গোলদাতা ইয়ান হিউমকে নিচ্ছে না এটিকে। তাঁর বয়স এখন ৩৩। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের সর্বকালের সেরা গোলদাতাকে রবি কিনকে দলে নেওয়া নিয়েও প্রথমে নিমরাজি ছিলেন কলকাতার কর্তারা। কারণ ছিল বয়স। কিনের বয়স এখন ৩৭। কিন্তু মূলত নতুন ব্রিটিশ কোচ টেডি শেরিংহ্যামের ইচ্ছেকেই শেষ পর্যন্ত মর্যাদা দিচ্ছেন এটিকে কর্তারা। তা ছাড়া গত বছরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন রবি। খেলার মধ্যেও রয়েছেন। সরকারিভাবে অবশ্য রবি কিনকে নেওয়ার কথা স্বীকার করছেন না এটিকের কেউই। কিন্তু আইরিশ মিডিয়ার কাছে তাঁর কলকাতায় খেলতে যাওয়ার কথা বলে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা স্ট্রাইকার। সেখানে তিনি বলেও দিয়েছেন, ‘‘শেরিংহ্যাম আমার বন্ধু। ওর জন্যই ভারতে খেলতে যাচ্ছি। কলকাতার হয়ে আইএসএল খেলব।’’ আয়ারল্যান্ড জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলেছেন। বেশ কয়েকটি গোলও আছে তাঁর। জাতীয় দলের জার্সিতে ১৪৬ ম্যাচে ৬৮ গোল করেছেন।
আরও পড়ুন: মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড