Advertisement
২৬ মার্চ ২০২৩
পাকিস্তান থেকে টাই সরানোয় তোপ কুরেশির

মহেশের পাশে বোপান্না, পাল্টা প্রশ্ন তুললেন কর্তারা

বোপান্নার টুইটের জবাবে এআইটিএ সচিব হিরণ্ময় চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘এক্তিয়ারের বাইরে খেলোয়াড়দের প্রশ্ন করার অধিকার নেই। ওদের কাজ খেলা। প্রশ্ন তোলার ও (বোপান্না) কে? এই সব দেখতে প্রশাসকরা আছে। ওর এ ব্যাপারে নাক গলানো উচিত নয়।’’

সমর্থন: ক্যাপ্টেন মহেশকে কেন সরানো হল প্রশ্ন বোপান্নার। ফাইল চিত্র

সমর্থন: ক্যাপ্টেন মহেশকে কেন সরানো হল প্রশ্ন বোপান্নার। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ ০৫:৩৮
Share: Save:

মহেশ ভূপতিকে ডেভিস কাপের নন-প্লেয়িং ক্যাপ্টেনের পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষুব্ধ রোহন বোপান্না। এই সিদ্ধান্ত নেওয়ার আগে খেলোয়াড়দের সঙ্গে কেন জাতীয় টেনিস সংস্থা (এআইটিএ) আলোচনা করল না, প্রশ্ন তুলেছেন তিনি। সোমবার এআইটিএ জানায়, পাকিস্তান টাইয়ে নন-প্লেয়িং ক্যাপ্টেনের হচ্ছেন রোহিত রাজপাল। তার পরেই আন্তর্জাতিক টেনিস সংস্থা (আইটিএফ) জানায়, পাক-টাই নিরপেক্ষ কেন্দ্রে হবে।

Advertisement

বোপান্না টুইটারে লিখেছেন, ‘‘কোথায় টাই হবে তা নিয়ে আইটিএফ সিদ্ধান্ত জানানোর আগেই যে ভাবে এআইটিএ নন-প্লেয়িং ক্যাপ্টেন বদলে দিল, তাতে অবাক হয়েছি। সিদ্ধান্ত নেওয়ার আগে কোনও খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করা হয়নি, এমনকি জানানোও হয়নি এমনটা হতে পারে।’’

বোপান্নার টুইটের জবাবে এআইটিএ সচিব হিরণ্ময় চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘এক্তিয়ারের বাইরে খেলোয়াড়দের প্রশ্ন করার অধিকার নেই। ওদের কাজ খেলা। প্রশ্ন তোলার ও (বোপান্না) কে? এই সব দেখতে প্রশাসকরা আছে। ওর এ ব্যাপারে নাক গলানো উচিত নয়।’’ বোপান্না আরও লেখেন, ‘‘ক্যাপ্টেন, খেলোয়াড়দের পারস্পরিক সম্পর্ক, অন্তরঙ্গতা, আস্থা থেকেও অনেক সমর্থন পাওয়া যায়। খেলোয়াড়দের কথা শোনাই আসল।’’ প্রসঙ্গত, মহেশের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ২০১৮ ডিসেম্বরেই। ফেব্রুয়ারিতে ইটালি টাই পর্যন্ত তাঁর চুক্তির মেয়াদ বাড়িয়েছিল এআইটিএ।

পাক-টাই খেলতে যেতে দেশের সেরারা আগে আপত্তি জানিয়েছিলেন। এখন তাঁরাই ২৯-৩০ নভেম্বরের খেলতে আগ্রহী। প্রশ্ন উঠছে, বোপান্না-সহ পাঁচ জন র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা খেলোয়াড় পাকিস্তানে যেতে যখন রাজি হননি সেই সময় যে খেলোয়াড়েরা এগিয়ে এসেছিলেন তাদের কী হবে এখন? নতুন নন-প্লেয়িং ক্যাপ্টেন চান পাকিস্তানের বিরুদ্ধে শক্তিশালী দল নামাতে। একই সঙ্গে তিনি পাকিস্তানে খেলতে যাঁরা রাজি হয়েছিলেন, তাদের বাদ দিতে চান না। এখন প্রশ্ন, বোপান্না তোপ দাগার পরে তাঁকে কি পাক টাইয়ে নির্বাচন করার কথা ভাবা হবে? এআইটিএ সচিব বলেছেন, ‘‘সেটা নির্বাচক কমিটির ব্যাপার। আমরা খেলোয়াড়দের শাস্তি দিতে চাই না। তবে আমরা কিন্তু কোরিয়া টাইয়ে ওদের বাইরে রেখেছিলাম (২০১৩ সালে যখন খেলোয়াড়েরা বিদ্রোহ করেছিল এআইটিএ-র বিরুদ্ধে)। আমরা নরম কিন্তু দুর্বল নই।’’

Advertisement

এ দিকে, আইটিএফের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করা হবে কি না ঠিক করতে বুধবার জরুরি বৈঠকে বসছে পাকিস্তান টেনিস সংস্থা। সে দেশের টেনিস তারকা আইসাম উল কুরেশিও ক্ষিপ্ত টাই সরে যাওয়ায়। তাঁর টুইট, ‘‘আইটিএফের সিদ্ধান্ত লজ্জাজনক। বঞ্চনা করা হল পাকিস্তানের সঙ্গে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.