ছিলেন ‘ম্যাগি ম্যান’। হয়ে গেলেন ‘হিটম্যান’। ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা ফাঁস করলেন তাঁর নাম রহস্য।
আগে সমর্থকরা কটাক্ষ করে মুম্বইকরকে ‘ম্যাগি ম্যান’ বলতেন। কারণ ক্রিজে এসেই দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতেন রোহিত। দু’ মিনিটেরও বেশি ক্রিজে টিকতে পারতেন না তিনি। তাই তাঁর নাম দেওয়া হয়েছিল ‘ম্যাগি ম্যান’।
সমর্থকরা এখন ভুলে গিয়েছেন রোহিতের নাম ‘ম্যাগি ম্যান’। তার বদলে ‘হিট ম্যান’ নামেই সবাই তাঁকে ডাকেন। সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছিল। সেখানেই রোহিত বলেছেন, তাঁর নামের শেষ তিনটি অক্ষর যোগ করলে হয় ‘হিট’। ‘হিট ম্যান’ নামটাও মুম্বইকরের ব্যাটিংয়ের সঙ্গে প্রাসঙ্গিক। যে কোনও বোলারের রাতের ঘুম কেড়ে নিতে পারেন রোহিত। ঠিকঠাক টাইমিং হলে রোহিতের মারা শট আছড়ে পড়ে গ্যালারিতে। ছক্কা মারতে দক্ষ তিনি। বল মারার সহজাত দক্ষতার জন্যই রোহিতকে ডাকা হয় ‘হিটম্যান’ নামে।
আরও খবর: ধওয়ন-রোহিত থেকে ফিঞ্চ-ওয়ার্নার, বিশ্বকাপের সবচেয়ে ধামাকাদার ওপেনিং জুটি হতে পারেন যাঁরা
আরও খবর: বিশ্বকাপ ঘরে আনতে এই তারকা ক্রিকেটারের উপরে ভরসা রাখছেন শাস্ত্রী
প্রশ্নোত্তর পর্বে রোহিত জানান, একটি খেলার চ্যানেলের প্রোডাকশন হাউজের এক কর্মী তাঁকে প্রথমে হিটম্যান বলে ডেকেছিলেন। তার পরেই মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের নাম ছড়িয়ে পড়ে সবার মুখে মুখে। সবার কাছে রোহিত হয়ে যান ‘হিটম্যান’।
Who gave @ImRo45 his nickname - Hitman?
— Mumbai Indians (@mipaltan) May 17, 2019
Find out...📹😋👇#OneFamily #CricketMeriJaan #MumbaiIndians pic.twitter.com/zntW7BlNSJ