Advertisement
E-Paper

টপকে গেলেন ভিভকে, অস্ট্রেলিয়ায় সফরকারী ব্যাটসম্যান হিসেবে সর্বাধিক সেঞ্চুরি রোহিতের

অস্ট্রেলিয়ায় এসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৮ ইনিংসে তিন সেঞ্চুরি করেছিলেন রিচার্ডস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে ১৭ ইনিংসে এটা রোহিতের চতুর্থ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে এটা অবশ্য রোহিতের পঞ্চম সেঞ্চুরি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৯ ১৭:১৯
সিডনিতে সেঞ্চুরির পর রোহিত। শনিবার। ছবি: এএফপি।

সিডনিতে সেঞ্চুরির পর রোহিত। শনিবার। ছবি: এএফপি।

নজির গড়লেন রোহিত শর্মা। শনিবার সিডনিতে সফরকারী ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড করলেন তিনি। টপকে গেলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসকে।

অস্ট্রেলিয়ায় এসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৮ ইনিংসে তিন সেঞ্চুরি করেছিলেন রিচার্ডস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে ১৭ ইনিংসে এটা রোহিতের চতুর্থ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে এটা অবশ্য রোহিতের পঞ্চম সেঞ্চুরি। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে মেলবোর্নে সেঞ্চুরি করেছিলেন তিনি। সব মিলিয়ে এদেশে পাঁচ সেঞ্চুরি করে ফেললেন তিনি ৫০ ওভারের ফরম্যাটে।

একদিনের ক্রিকেটে এদিন ২২তম সেঞ্চুরি করে ফেললেন তিনি। স্পর্শ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তবে সৌরভের ২২ সেঞ্চুরি এসেছিল ৩০৮ ম্যাচে। রোহিতের এল ১৯৪ ম্যাচে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সেঞ্চুরির সংখ্যায় রোহিতের সামনে এখন সচিন তেন্ডুলকর (৪৬৩ ম্যাচে ৪৯ সেঞ্চুরি) ও বিরাট কোহালি (২১৭ ম্যাচে ৩৮ সেঞ্চুরি)।

আরও পড়ুন: ৯৩ বলে পঞ্চাশ, সিডনিতে কেরিয়ারের দ্বিতীয় মন্থরতম ইনিংস ধোনির​

আরও পড়ুন: স্পনসর হারালেন হার্দিক, বিশ্বকাপেও দলে না রাখার ইঙ্গিত ডায়নার

রোহিত শেষ পর্যন্ত করলেন ১৩৩। ১২৯ বলের ইনিংসে মারলেন দশটি চার ও ছয়টি ছয়। তবে তা শেষ পর্যন্ত কাজে এল না। প্রথম একদিনের ম্যাচে হেরে গেল বিরাট কোহালির ভারত। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

Cricket Cricketer Rohigt Sharma Sydney India-Australia Oneday Series
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy