Advertisement
০৩ মে ২০২৪
চ্যাম্পিয়ন্স লিগ

গোল করে ক্ষমা চাইলেন রোনাল্ডো

গোটা ম্যাচে প্রায় অদৃশ্য। ডিফেন্ডারদের ভিড়ে আটকে যাচ্ছেন। খুব বেশি শটও নিতে পারছেন না গোলে। ৮৯ মিনিট। স্কোর ০-১। অঘটনের হারের সামনে রিয়াল মাদ্রিদ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১২
Share: Save:

গোটা ম্যাচে প্রায় অদৃশ্য। ডিফেন্ডারদের ভিড়ে আটকে যাচ্ছেন। খুব বেশি শটও নিতে পারছেন না গোলে। ৮৯ মিনিট। স্কোর ০-১। অঘটনের হারের সামনে রিয়াল মাদ্রিদ।

তখনই একটা ফ্রি-কিক। আর তাতেই নিজের জাত চিনিয়ে দিলেন। তাঁর নাম তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যাঁর ডিএনএ-তে আছে গোল।

চব্বিশ ঘণ্টা আগে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি হ্যাটট্রিকের জবাবে এল রোনাল্ডোর নাকলবল ফ্রি-কিক।

রাতটা হতে পারত রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে লজ্জার। স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে ৮৮ মিনিট পর্যন্ত ০-১ হারছিল রিয়াল। গোল করা তো দূরঅস্ত। টার্গেটেই থাকছিল না বেশির ভাগ শট।

সবাই এক প্রকার ধরেই নিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম বড় দুর্ঘটনা হতে চলেছে। কিন্তু স্পোর্টিংয়ের ফাউলে রিয়ালের ফ্রি-কিক পাওয়ায় সব শেষ। গোটা ম্যাচে নিষ্প্রভ থেকেও ফ্রি-কিকে গোল করে ১-১ করেন সিআর সেভেন। ফিনিশিং টাচটা দেন আলভারো মোরাতা। ইনজুরি টাইমে গোল করে রিয়ালকে ২-১ জিততে সাহায্য করেন স্প্যানিশ স্ট্রাইকার।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত জিনেদিন জিদানও। তিনি বলছেন, ‘‘যে রকম ভাবে আমরা জিতলাম তাতে দলের প্রশংসা করতেই হবে। আমরা বিশ্বাস হারাইনি।’’ চোটের জন্য ধোঁয়াশা ছিল আদৌ রোনাল্ডো গোটা ম্যাচ খেলতে পারবেন কিনা। জিদানও বলে দেন, ট্রেনিংয়ে দেখে তবেই তিনি সিদ্ধান্ত নেবেন কত মিনিট রোনাল্ডো খেলবেন। কিন্তু রোনাল্ডো শুধু মাত্র গোটা ম্যাচই খেললেন না, গোলও করলেন।

চ্যাম্পিয়ন্স লিগে বরবার নিজের প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে গোল করে এসেছেন রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকাকালীন এই স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে গোল করেছিলেন। আবার রিয়ালে আসার পর ম্যান ইউনাইটেডের বিরুদ্ধে গোল করেছিলেন। বুধবার রাতেও সেই ধারা বজায় রাখলেন সিআর সেভেন। এই ক্লাব থেকেই ছোট্ট রোনাল্ডো সিআর সেভেন হয়েছিলেন। সেই স্পোর্টিংয়ের বিরুদ্ধে গোল করে যেন মহাতারকার মুখে উচ্ছ্বূাসের বদলে হতাশা।

ফ্রি-কিক থেকে অনবদ্য গোল করেও চেনা সেলিব্রেশন করেননি রোনাল্ডো। বরং গ্যালারির অ্যাওয়ে স্ট্যান্ডের দিকে তাকিয়ে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যায় তাঁকে। ম্যাচ শেষেও একটু যেন বিষণ্ণতার সুর ছিল রোনাল্ডোর গলায়। ‘‘স্পোর্টিং আমার জন্য স্পেশ্যাল ক্লাব। ওদের প্রতি আমার শ্রদ্ধা আছে। তাই কোনও সেলিব্রেশন করিনি,’’ বলছেন রোনাল্ডো।

অন্য ম্যাচে আবার বরুসিয়া মোনশেলগ্ল্যাডবাখকে ৪-০ হারাল ম্যাঞ্চেস্টার সিটি। হ্যাটট্রিক করলেন সের্জিও আগেরো। ম্যাচ শেষে আগেরো বলছেন, ‘‘আমার বিশ্বাস ম্যান সিটি এ বার ইউরোপে খুব ভাল ফল করবে। আমাদের পেপ গুয়ার্দিওলার মতো কোচ আছে।’’ লেস্টারের রূপকথার সফরও জয় দিয়ে শুরু হল। বেলজিয়ামের ক্লাব ব্রুজকে ৩-০ হারাল গত বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। টটেনহ্যাম আবার ১-২ হারল মোনাকোর বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ronaldo sporting lisbon champions league
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE