ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন বিশ্বাস করেন, ব্যাপারটা নির্বিবাদে মেনে নেওয়াই ভাল। লিওনেল মেসি না তিনি— শ্রেষ্ঠত্বের যে তুলনা গত সাত-আট বছর ধরে অবিরাম চলে আসছে, সেটা তিনি বন্ধ করতে পারবেন না। মিডিয়া লিখবে। লোকে বলবে। সিআর সেভেন ধরে নিয়েছেন, ওটা তাঁর জীবনেরই অংশ। চেষ্টা করেও আর পাল্টানো যাবে না। ফর্মুলা ওয়ানে মার্সিডিজ না ফেরারি— আলোচনা যেমন আজও থামেনি।
লোকে যখন আজ তাঁকে এলএম টেনের সঙ্গে যুদ্ধের ময়দানে নামিয়ে দেয়, একটা এল ক্লাসিকো ম্যাচ মানে যখন সেটা অবধারিত দাঁড়ায় পর্তুগিজ বনাম আর্জেন্তিনীয় মহাতারকার লড়াই, তুলনার তর্কযুদ্ধে না ঢুকে রোনাল্ডো বরং একটা বিশ্বাস মগজে ঢুকিয়ে ফেলেছেন। ভাবতে চেষ্টা করেন, মেসি ক্লাবের জন্য সেরাটা দেয় দেশের জন্য দেয়। তেমন আমিও দিই। ওটা যেমন ওর কাজ, তেমন আমারও। ও যেমন সেরা হতে চায়, আমিও তেমন চাই। কিন্তু আমার পেশায় আমিই সেরা। আমিই শ্রেষ্ঠ। আয়্যাম দ্য বেস্ট!
“আমার আর মেসির মধ্যে কোনও লড়াই নেই। পুরোটাই মিডিয়ার তৈরি,” এক স্প্যানিশ দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার নিজেদের মহাযুদ্ধ নিয়ে বলে ফেলেছেন রোনাল্ডো। এত দিন যে ব্যাপারে যতটুকু যা পাওয়া গিয়েছে তাঁর থেকে, সবই ঠারেঠোরে। ঘুরিয়ে-ফিরিয়ে। কখনও লিও মেসিকে উদ্দেশ্যে করে কটাক্ষ করেছেন। কখনও বা আবার বিচারের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন মাঠকে। কিন্তু লিও-র সঙ্গে নিজের যুদ্ধ নিয়ে এত কথা কোনও দিন বলতে শোনা যায়নি রোনাল্ডোকে। সে দিক থেকে বৃস্পতিবার ফুটবলবিশ্বে নিঃসন্দেহে ব্যতিক্রমী দিন।