Advertisement
E-Paper

মোবাইল ফেরত দিয়ে তরুণীকে ডিনারে নিয়ে গেলেন রোনাল্ডো

লাস ভেগাসে আছেন? হঠাৎ ফোন হারিয়ে ফেলেছেন? কুছ পরোয়া নেহি, আপনার জীবনে এই হারানোটাই মহাপাওয়ায় বদলে যেতে পারে। আপনার ফোন ফেরত দিতে পারেন স্বয়ং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভাবছেন আজগুবি গল্প! সত্যিই এমনটাই হয়েছে লাস ভেগাসে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৫ ০৩:৪০
লাকি ফ্যান অস্টিনকে নিয়ে লাস ভেগাসে।

লাকি ফ্যান অস্টিনকে নিয়ে লাস ভেগাসে।

লাস ভেগাসে আছেন? হঠাৎ ফোন হারিয়ে ফেলেছেন? কুছ পরোয়া নেহি, আপনার জীবনে এই হারানোটাই মহাপাওয়ায় বদলে যেতে পারে। আপনার ফোন ফেরত দিতে পারেন স্বয়ং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভাবছেন আজগুবি গল্প! সত্যিই এমনটাই হয়েছে লাস ভেগাসে।

দিন কয়েক আগে অস্টিন নামে এক তরুণী তাঁর মোবাইল ফোন হারিয়ে ফেলেছিলেন। সেটা রোনাল্ডো খুঁজে পেয়ে শুধু ফেরতই দেননি, অস্টিন আর তাঁর বান্ধবীদের ডিনারে আমন্ত্রণও জানান। ঘটনার কথা নিজেই ইন্সটাগ্রামে পোস্ট করে অস্টিন লিখেছেন, ‘‘ব্যাড নিউজ আমি নিজের ফোনটা হারিয়ে ফেলেছি। গুড নিউজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেটা খুঁজে পেয়েছে। বেটার নিউজ গত কাল রোনাল্ডো আমাদের ডিনারে আমন্ত্রণ জানিয়েছিল।’’ শুধু লেখা পোস্ট করা নয়, বান্ধবীদের সঙ্গে রোনাল্ডোর ছবিও পোস্ট করেছেন অস্টিন।

রিয়াল মাদ্রিদ মহাতারকার লাস ভেগাসে ছুটি কাটানোটা মন্দ না গেলেও তার পর জাপান সফরটা অত ভাল গেল না। একটি বৈদ্যুতিক পেশি বর্ধক সরঞ্জামের প্রচারে এখন টোকিওয় রোনাল্ডো। যেখানে তিনি নিজের থ্রি-ডি মডেলও উদ্বোধন করেন। ১১০টি মাইক্রো ক্যামেরার সাহায্যে তাঁর দেহের থ্রি-ডি স্ক্যানের পর যা তৈরি হয়েছে। কেমন হয়েছে তাঁর মডেল? রোনাল্ডো বলেছেন, ‘‘নিখুঁত।’’

সোশ্যাল ওয়েবসাইটগুলোতে অবশ্য নকল রোনাল্ডো নিয়ে রীতিমতো হাসিঠাট্টা শুরু হয়ে গিয়েছে। ‘আর যাই হোক ওটা রোনাল্ডোর নকল নয়।’ মন্তব্য সিআর সেভেনের অনেক ভক্তেরই।

পাশাপাশি তাঁর বিজ্ঞাপনী প্রচারে জাপানি টিভির একটি অনুষ্ঠানেও হাজির ছিলেন রিয়াল মাদ্রিদ মহাতারকা। এক জাপানি গায়কের গানের তালে তালে রুমাল নাড়াতেও দেখা যায় রোনাল্ডোকে। যার পর সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো ভক্তদের প্রতিক্রিয়া, ‘‘কী করছে সেটা নিজেই বুঝতে পারছে না! অনুষ্ঠানটা শেষ হওয়ায় রোনাল্ডোকে দেখে মনে হল বেঁচেছে।’’

তবে অনুষ্ঠানে সবচেয়ে বেশি হইচই পড়ে যায় রোনাল্ডোর ‘এইট প্যাক’ দেখানো নিয়ে। অনুষ্ঠানে অনেক নামী জাপানি ব্যক্তিত্বরা ছিলেন। সিআর সেভেনকে তাঁর ‘অ্যাবস’ দেখানোর অনুরোধ করলে তিনি রাজিও হন। সেখানে নাকি রোনাল্ডোকে প্রশ্ন করা হয়, ‘আপনার রুটিনে রোজ তিন হাজার সিট আপ থাকে শোনা যাচ্ছে। সত্যি?’ যা শুনে হাসতে হাসতে রিয়াল মহাতারকা বলে দেন, ‘‘না সেটা সত্যি নয়। প্রত্যেক দিন প্র্যাকটিসের পর আমি জিম করি। তবে শ’তিনেক সিট আপ।’’

ছবি: এএফপি।

ronaldo austin mobile phone attractive austin dinner las vegas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy