Advertisement
১৯ মে ২০২৪

ফান গল নেতা বাছলেন রুনিকে

নতুন কোচের অধীনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে নতুন দায়িত্ব পেলেন ওয়েন রুনি। আঠাশ বছরের ইংল্যান্ড তারকাকেই তাঁর দলের নতুন নেতা বেছে নিলেন কোচ লুইস ফান গল।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৪ ০৩:০৬
Share: Save:

নতুন কোচের অধীনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে নতুন দায়িত্ব পেলেন ওয়েন রুনি। আঠাশ বছরের ইংল্যান্ড তারকাকেই তাঁর দলের নতুন নেতা বেছে নিলেন কোচ লুইস ফান গল।

ওল্ড ট্র্যাফোর্ডে ভ্যালেন্সিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে গলের ম্যান ইউ ২-১ জেতার পরে নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হয়। গল জানান, দলের অধিনায়ক কে, কোচ হিসাবে সেটা তাঁর কাছে বরাবরই অসম্ভব গুরুত্বপূর্ণ। বলেন, “নেতা বাছার ব্যাপারটা আমার কাছে সব সময় অসম্ভব গুরুত্বপূর্ণ। রুনির পেশাদারিত্ব আর নিষ্ঠা আমার দারুণ লেগেছে।” তিনি টিমের দায়িত্ব নেওয়ার পর থেকে রুনি প্র্যাক্টিসে অসাধারণ মানসিকতা দেখানোর পাশাপাশি তাঁর কোচিং দশর্ন এবং ঘরানার সঙ্গেও খুব দ্রুত মানিয়ে নিতে পেরেছেন বলে মনে করেন গল। আর এটাই সম্ভবত পাল্লা পুরোপুরি ঝুঁকিয়ে দেয় রুনির পক্ষে। পাশাপাশি, কোচ এটাও বলছেন যে, “রুনি তরুণদের সামনে বিরাট প্রেরণা। আমার বিশ্বাস, সমস্ত মন-প্রাণ দিয়ে ও নিজের নতুন দায়িত্ব পালন করবে।” রুনির পাশে সহ-অধিনায়ক হয়েছেন স্কটল্যান্ডের মিডফিল্ডার ড্যারেন ফ্লেচার।

আঠাশ বছরের তারকা স্ট্রাইকারও বলে দিয়েছেন, নেমানজা ভিডিচের ব্যাটন হাতে তুলে নেওয়াটা তাঁর কাছে বিশাল সম্মানের। “কোচ আমার উপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। আমাদের ড্রেসিংরুমে টিম স্পিরিট বরাবরই খুব গুরুত্বপূর্ণ। দলে নিজের নতুন ভূমিকায় সেটা আরও মজবুত করে তোলার চেষ্টা করব। দায়িত্ব পালন করার চেষ্টা করব। শনিবার নতুন মরসুমের প্রথম ম্যাচে ম্যান ইউকে নেতৃত্ব দেওয়ার জন্য মুখিয়ে আছি,” বলেছেন রুনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE