Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৪ ডিসেম্বর ২০২১ ই-পেপার

রুনিই অধিনায়ক বলে দিলেন সাউথগেট

সংবাদ সংস্থা
০১ ডিসেম্বর ২০১৬ ২০:২৩

কোচের দায়িত্ব নিয়েই সাউথগেট জানিয়ে দিলেন ইংল্যান্ডের অধিনায়ক থাকছেন রুনিই। ইংল্যান্ডের দায়িত্ব পাকাপাকিভাবে নিয়ে বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলন করে তাঁর পরিকল্পনার কথা জানালেন নতুন ম্যানেজার। সদ্য সোশ্যাল মিডিয়ার কিছু ছবির জন্য সমালোচনার মুখে পড়েছিলেন ওয়েন রুনি। যার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলেন তিনি। যার পর বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে স্লোভেনিয়ার বিরুদ্ধে রুনিকে দলেই রাখেননি সাউথগেট। গোলশূন্য ড্র হয়েছিল এই ম্যাচ। যদিও পরের ম্যাচেই স্কটল্যান্ডের বিরুদ্ধে ডেকেও নেওয়া হয়েছিল তাঁকে দলে। যে ম্যাচ ৩-০তে জিতেও নিয়েছিল দল। তখন সাময়িক চার ম্যাচের জন্য ইংল্যান্ডের কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল সাউথগেটকে। চার বছরের জন্য দলের দায়িত্ব নিয়ে বলেন, ‘‘ওয়েন রুনি ইংল্যান্ড অধিনায়ক। প্রথম চার ম্যাচের দায়িত্ব নিয়েই এটা বলেছিলাম। এটাও পরিষ্কার ছিল চার ম্যাচের মধ্যে দুটো ম্যাচেই ওকে দিয়ে শুরু করেছিলাম। এরকম নয় যে ওয়েন সব ম্যাচ খেলবে। এটা খুবই গুরুত্বপূর্ণ আরও নতুন লিডার তৈরি করা।’’

জাতীয় দলের দায়িত্ব নিয়ে অবশ্য অতীতেই ফিরে গিয়েছেন তিনি। তুলনা টেনেছেন নিজের সময়ের সঙ্গে। বলেন, ‘‘ইউরো৯৬ এ যখন আমি ইংল্যান্ডের হয়ে খেলছিলাম তখন দলে একাধিক লিডার ছিল। এই দলে ওয়েন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাও আমাদের আরও নেতা তৈরি করতে হবে।’’ সাউথগেটের সঙ্গে সম্প্রতি চার বছরের জন্য চুক্তি করেছে ইংল্যান্ড ফুটবল। যেখানে ভাঙার ক্লসও রয়েছে তবে ২০১৮ বিশ্বকাপের পর।

আরও খবর

Advertisement

রুনিদের নতুন ম্যানেজার সাউথগেট

আরও পড়ুন

Advertisement