ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি ও একদিনের বিশ্বকাপে চ্য়াম্পিয়ন হয়েছে ভারত। —ফাইল চিত্র।
ক্রিকেট মাঠে অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিংহ ধোনির মতো কেউ পরিস্থিতি অনুধাবন করতে পারেন না। জানিয়ে দিলেন জাতীয় দলের প্রাক্তন পেসার রুদ্রপ্রতাপ সিংহ।
প্রাক্তন ওপেনার আকাশ চোপড়ার সঙ্গে আলাপচারিতায় ক্রিকেটমহলে ‘আর পি সিংহ’ নামে পরিচিত বাঁ-হাতি পেসার বলেছেন, “ক্রিকেট খেলাটা ঠিকঠাক বোঝার ক্ষেত্রে এমএস ধোনির চেয়ে ভাল কাউকে দেখিনি। কোনও পরিস্থিতিকে পাল্টানোর ক্ষেত্রে, বা একই রকম রাখার ক্ষেত্রে বা একটা পরিস্থিতি থেকে ম্যাচকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার ক্রিকেট কেরিয়ারে ধোনির চেয়ে ভাল কাউকে দেখিনি। ও এমন এক জন ক্রিকেটার, যে কি না পরিস্থিতিকে অন্য ভাবে পড়তে পারত।”
আরও পড়ুন: বিরাট-ধোনি-রোহিত, কে কেমন অধিনায়ক? চাহার বললেন...
আরও পড়ুন: যুজবেন্দ্র চহালকে ব্লক করে দেওয়ার হুমকি দিলেন ক্রিস গেল!
ধোনির নেতৃত্বে ভারত ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১১ সালে ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় ধোনির ভারত। এ ছাড়া তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে ভারত। তাঁর নেতৃত্বে টেস্টে এক নম্বর দলও হয় ভারত। ধোনির আগে টিম ইন্ডিয়ার দায়িত্বে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলেরা। ধোনির পর এখন জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহালি।
আর পি সিংহ দেশের হয়ে খুব বেশি দিন খেলেননি। তিনি ১৪ টেস্ট, ৫৮ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলেন। এখন তিনি ধারাভাষ্যকার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy