Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পঞ্জাবকে হারিয়ে আবার প্লে-অফের দৌড়ে চলে এল রাজস্থান

প্রথমে ব্যাট করে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৮ রান করে রাজস্থান। জবাবে ২০ ওভারে ১৪৩ রানের বেশি করতে পারেনি পঞ্জাব।

পঞ্জাবকে ঘরের মাঠে হারিয়ে লিগে ফিরে এল রাহানেরা।

পঞ্জাবকে ঘরের মাঠে হারিয়ে লিগে ফিরে এল রাহানেরা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ মে ২০১৮ ২১:৫৯
Share: Save:

জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে এখনও পর্যন্ত হারাতে পারেনি কিংস ইলেভেন পঞ্জাব। এ বারও পারল না। মঙ্গলবার ১৫ রানে পঞ্জাবকে হারিয়ে আরও একবার প্লে-অফের দৌড়ে চলে এল রাজস্থান। জমিয়ে দিল প্লে-অফ অঙ্কও। দশ ম্যাচে এখন তাদের পয়েন্ট আট। প্লে-অফে পৌঁছনোর জাদু সংখ্যা হিসেবে ধরা হয় ১৬ পয়েন্টকে। সেই জায়গায় পৌঁছতে গেলে বাকি চারটি ম্যাচের প্রত্যেকটিতে জিততে হবে অজিঙ্ক রাহানেদের।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৮ রান করে রাজস্থান। জবাবে ২০ ওভারে ১৪৩ রানের বেশি করতে পারেনি পঞ্জাব। আগের ম্যাচের মতোই শুরুটা ভাল করেছিলেন জস বাটলার। ৫৮ বলে করেন ৮২ রান। কিন্তু আফগানিস্তানের বিস্ময় স্পিনার মুজিব-উর-রহমানের বলে আউট হয়ে যান তিনি। জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাবকে টানেন সেই কে এল রাহুল। আইপিএলে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রানটি করে ফেললেও অবশ্য ম্যাচ জেতাতে পারলেন না রাহুল। ৯৫ রানে অপরাজিত থেকে গেলেন।

শুরু থেকেই চাপে পড়ে গিয়েছিল পঞ্জাবের ব্যাটিং। রাহুল ছাড়া দুই অঙ্কের রান করেন শুধু স্টোয়নিস (১১)। রাজস্থানের কৃষ্ণাপ্পা গৌতম নেন দুই উইকেট। ম্যাচ হেরে পঞ্জাব এখন তিন নম্বরে। পরিস্থিতি যা, সবাই প্রায় প্লে-অফে ওঠার দৌড়ে আছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KXIP RR IPL 11 IPL 2018 KL Rahul Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE