Advertisement
১৯ এপ্রিল ২০২৪

হিউমের পরামর্শেই এটিকে-তে টেলর

মিডিও কার্ল বেকার চোট পাওয়ার পর ডিফেন্ডার টেলরকে পরিবর্ত হিসাবে এনেছেন টেডি শেরিংহ্যাম। এবং প্রথম ম্যাচে নেমেই দারুণ খেলেছেন ইপিএলে খেলা প্রাক্তন এই ডিফেন্ডার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭ ০৪:৩৮
Share: Save:

ইয়ান হিউমকে এ বার ছেঁটে ফেলেছে এটিকে। কেরল ব্লাস্টার্সে ফিরে গিয়েছেন হিউম। তাতে কী? এটিকের নতুন ডিফেন্ডার রায়ান টেলরকে কলকাতায় খেলতে আসার উৎসাহ জুগিয়েছিলেন কিন্তু হিউম-ই। বৃহস্পতিবার সে কথা প্রকাশ্যে স্বীকার করলেন নিউ ক্যাসেলের প্রাক্তন ফুটবলার। সাংবাদিক সম্মেলনে টেলর বলে দিলেন, ‘‘হিউম আমার বহু দিনের বন্ধু। ওই আমার কাছে এটিকে-র উচ্ছ্বসিত প্রশংসা করে এখানে খেলতে আসতে উৎসাহ জুগিয়েছিল। জানিয়েছিল, এখানে কী ভাবে মাঠ ভর্তি করে খেলা দেখতে আসেন সমর্থকরা।’’

মিডিও কার্ল বেকার চোট পাওয়ার পর ডিফেন্ডার টেলরকে পরিবর্ত হিসাবে এনেছেন টেডি শেরিংহ্যাম। এবং প্রথম ম্যাচে নেমেই দারুণ খেলেছেন ইপিএলে খেলা প্রাক্তন এই ডিফেন্ডার। এটিকে-তে এসেই মুম্বই সিটি এফ সি-র বিরুদ্ধে পুরো সময় টেলর খেলেছেন। এবং চতুর্থ আইএসএলে ওই ম্যাচেই প্রথম জয়ের মুখ দেখেছেন রবি কিনরা। শনিবার এটিকের ম্যাচ রয়েছে যুবভারতীতে। প্রতিপক্ষ দিল্লি ডায়নামোস। সেই দলের বিরুদ্ধে খেলতে নামার আগে টেলরের মন্তব্য, ‘‘মুম্বইয়ের বিরুদ্ধে জয়ে আমরা থেমে থাকতে চাই না। আমাদের টিম এখন পুরো ফিট। সবাই পরপর ম্যাচ জেতার ব্যাপারে আশাবাদী। আগের ম্যাচের জয় আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।’’ পাশাপাশি তাঁর মন্তব্য, ‘‘তবে সুযোগ পেলে আমাদের তা কাজে লাগাতে হবে। সেটাই এখন সবার আগে দরকার।’’

এটিকে ডিফেন্ডারের বন্ধু হিউমের কেরল ব্লাস্টার্স আজ, শুক্রবার নামছে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে। আগের ম্যাচে নর্থইস্ট ইুউনাইটেডকে হারিয়ে আইএসএলে প্রথম জয় ছিনিয়ে নেওয়ার পর উজ্জীবিত কেরল শিবির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE