Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Faf Du Plessis

ডুপ্লেসির ১৯৯, রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৯৬ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৬২১ রান তোলে।

১ রানের জন্য প্রথম দ্বিশতরান থেকে বঞ্চিত হলেন ফাফ ডুপ্লেসি। ছবি পিটিআই।

১ রানের জন্য প্রথম দ্বিশতরান থেকে বঞ্চিত হলেন ফাফ ডুপ্লেসি। ছবি পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
সেঞ্চুরিয়ন শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ২৩:২৬
Share: Save:

শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা। সৌজন্যে ফাফ ডুপ্লেসির অনবদ্য ইনিংস। মাত্র ১ রানের জন্য তিনি প্রথম দ্বিশতরান থেকে বঞ্চিত হন।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৯৬ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৬২১ রান তোলে। শ্রীলঙ্কা তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৬৫ রান তুলেছে।

দ্বিতীয় দিন ৫৫ রানে অপরাজিত ছিলেন ডুপ্লেসি। তাঁর সঙ্গে ছিলেন তেম্বা বাভুমা। তিনি ৪১ রানে উইকেটে ছিলেন। ডুপ্লেসির ১৯৯ রানের ইনিংসে ২৪টি চার রয়েছে। তিনি ও বাভুমা পঞ্চম উইকেটে ১৭৯ রান যোগ করেন। বাভুমা ৭১ রান করেন। সপ্তম উইকেটে আবার বড় রানের জুটি হয়। এবার ডুপ্লেসির সঙ্গে যোগ দেন কেশব মহারাজ। তিনি ৭৩ রান করেন। এই উইকেটে দুজনে ১৩৩ রান যোগ করেন।

শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হসরঙ্গ ৪টি, বিশ্ব ফার্নান্ডো ৩টি, দাসুন শনকা ২টি এবং লাহিরু কুমারা ১টি উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা শুরুতেই সমস্যায় পড়ে। এনগিডির বলে ফিরে যান দিমুথ করুণারত্নে (৬), কুশল মেন্ডিস (০)। উইকেটে রয়েছেন কুশল পেরেরা (৩৩), দীনেশ চণ্ডিমাল (২১)। এখনও ১৬০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা, হাতে ৮ উইকেট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Faf Du Plessis South Africa Sri Lanka
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE