Advertisement
E-Paper

ডুপ্লেসির ১৯৯, রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৯৬ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৬২১ রান তোলে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ২৩:২৬
১ রানের জন্য প্রথম দ্বিশতরান থেকে বঞ্চিত হলেন ফাফ ডুপ্লেসি। ছবি পিটিআই।

১ রানের জন্য প্রথম দ্বিশতরান থেকে বঞ্চিত হলেন ফাফ ডুপ্লেসি। ছবি পিটিআই।

শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা। সৌজন্যে ফাফ ডুপ্লেসির অনবদ্য ইনিংস। মাত্র ১ রানের জন্য তিনি প্রথম দ্বিশতরান থেকে বঞ্চিত হন।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৯৬ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৬২১ রান তোলে। শ্রীলঙ্কা তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৬৫ রান তুলেছে।

দ্বিতীয় দিন ৫৫ রানে অপরাজিত ছিলেন ডুপ্লেসি। তাঁর সঙ্গে ছিলেন তেম্বা বাভুমা। তিনি ৪১ রানে উইকেটে ছিলেন। ডুপ্লেসির ১৯৯ রানের ইনিংসে ২৪টি চার রয়েছে। তিনি ও বাভুমা পঞ্চম উইকেটে ১৭৯ রান যোগ করেন। বাভুমা ৭১ রান করেন। সপ্তম উইকেটে আবার বড় রানের জুটি হয়। এবার ডুপ্লেসির সঙ্গে যোগ দেন কেশব মহারাজ। তিনি ৭৩ রান করেন। এই উইকেটে দুজনে ১৩৩ রান যোগ করেন।

শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হসরঙ্গ ৪টি, বিশ্ব ফার্নান্ডো ৩টি, দাসুন শনকা ২টি এবং লাহিরু কুমারা ১টি উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা শুরুতেই সমস্যায় পড়ে। এনগিডির বলে ফিরে যান দিমুথ করুণারত্নে (৬), কুশল মেন্ডিস (০)। উইকেটে রয়েছেন কুশল পেরেরা (৩৩), দীনেশ চণ্ডিমাল (২১)। এখনও ১৬০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা, হাতে ৮ উইকেট।

Cricket Faf Du Plessis South Africa Sri Lanka
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy