Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আর একটু হলেই ট্রেনে কাটা পড়তাম

আর একটু হলেই ট্রেনে কাটা পড়ছিলেন সচিন রমেশ তেন্ডুলকর? অন্যমনস্ক ভাবে রেললাইন পার হওয়ার সময়ে ট্রেন আসছে দেখতে পাননি তিনি। শেষ মুহূর্তে লাফিয়ে ট্র্যাক থেকে নেমে পড়ে প্রাঁণ বাঁচিয়েছিলেন লিটল মাস্টার!।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৬ ১৩:১৭
Share: Save:

আর একটু হলেই ট্রেনে কাটা পড়ছিলেন সচিন রমেশ তেন্ডুলকর? অন্যমনস্ক ভাবে রেললাইন পার হওয়ার সময়ে ট্রেন আসছে দেখতে পাননি তিনি। শেষ মুহূর্তে লাফিয়ে ট্র্যাক থেকে নেমে পড়ে প্রাঁণ বাঁচিয়েছিলেন লিটল মাস্টার!।

তবে ঘটনাটি বেশ কয়েক বছর আগের। বৃহস্পতিবার সচিন তেন্ডুলকর গিয়েছিলেন রেলের এসএএমইইপি (সেফটি অ্যালার্ট মেসেজ এক্সক্লুসিভলি ফর প্যাসেঞ্জার) –এর উদ্বোধনে। সেখানে গিয়েই ডুব দিলেন ছোটবেলার স্মৃতিতে। জানালেন, রেল লাইন পার হতে গিয়ে প্রায় চলে যাচ্ছিলেন ট্রেনের নীচে। তিনি আর তাঁর বন্ধু যাচ্ছিলেন অন্য আর এক বন্ধুর বাড়িতে। বলেন, ‘’১১ বছর বয়স থেকে আমি ট্রেনে যাতায়াত করি। কিট ব্যাগ নিয়ে তখন ট্রেনে যেতে হত। এরকমও অবস্থা হয়েছিল যে ধাক্কা লেগে ট্রেনের বাইরে চলে যাচ্ছিলাম। যেটা আমি ভুলিনি।’’ এর থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। বলেন, ‘‘একবার লাইন ক্রস করছিলাম। যখন আমরা লাইনের মাঝখানে তখন বুঝতে পারি দ্রুতগতিতে ওই লাইনে ছুটে আসছে ট্রেন। পিঠে বড় বড় কিটব্যাগ। কোনও মতে ট্র্যাক থেকে লাফিয়ে সেবার বেঁচেছিলাম। তার পর থেকে আর কখনও ওই রকম ঝুঁকি নিইনি।’’

আরও খবর : ছোটদের সচিন

ট্রেন থেকে পড়ে গিয়ে বা ওভারব্রিজ ব্যবহার না করে কত মানুষ নিজেদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। সেই হিসেব শুনে স্তম্ভিত সচিন। নিজের গল্প শুনিয়ে সবাইকে সাবধান থাকার পরামর্শই দিলেন মাস্টার ব্লাস্টার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sachin tendulkar mumbai rail MostReadStories
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE