Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দীপিকার বিশ্বরেকর্ডে গর্বিত সচিন

চার বছর আগে লন্ডন অলিম্পিক্সে আশাহত হতে হয়েছিল। তবে রিও অলিম্পিক্সের আগে ফর্মে থাকার ইঙ্গিত দিয়ে রাখলেন দীপিকা কুমারী। ভারতীয় তারকা তিরন্দাজি বিশ্বকাপে রিকার্ভ ইভেন্টে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন বুধবার।

সাংহাই শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৬ ০৪:৩৫
Share: Save:

চার বছর আগে লন্ডন অলিম্পিক্সে আশাহত হতে হয়েছিল। তবে রিও অলিম্পিক্সের আগে ফর্মে থাকার ইঙ্গিত দিয়ে রাখলেন দীপিকা কুমারী। ভারতীয় তারকা তিরন্দাজি বিশ্বকাপে রিকার্ভ ইভেন্টে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন বুধবার। যে নজিরে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর টুইট করেছেন, ‘‘সব বাধার বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে এগিয়ে চলাটা এক জন সত্যিকারের চ্যাম্পিয়নের লক্ষণ। দীপিকা তুমি আমাদের সবাইকে গর্বিত করেছ।’’ প্রাক্তন বিশ্বসেরা দীপিকা ৭২-অ্যারো র‌্যাঙ্কিং রাউন্ডে অলিম্পিক্স সোনাজয়ী কোরিয়ার কি বো বায়ের রেকর্ড ছুঁলেন ৬৮৬ পয়েন্ট স্কোর করে। লন্ডন অলিম্পিক্সে ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা রয়েছে এই কোরীয় তিরন্দাজের। তবে লন্ডনে নয় তিনি তাঁর দেশেরই কিংবদন্তি পার্ক সুং হিয়ুনের ১১ বছরের বিশ্বরেকর্ড (৬৮২ পয়েন্ট) ভাঙেন ২০১৫-তে গুয়াংঝুতে।

তবে এ দিন ঝাড়খণ্ডের তিরন্দাজের সাংমনে কি বো বায়ের রেকর্ড ভাঙার সুযোগ ছিল। প্রথম পর্বে ৩৪৬ পয়েন্ট পান দীপিকা। দ্বিতীয় পর্বে ৩৪১ পয়েন্ট পেলেই কোরীয় তারকার নজির টপকে ফেলবেন এমন একটা অবস্থায় শেষ দিকে পরপর দুটো ৯ পয়েন্ট পাওয়াটাই কাল হল। দীপিকাকে তাই রেকর্ড স্পর্শ করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। প্রাক্তন বিশ্বসেরার সামনে অবশ্য এখনও সুযোগ রয়েছে।

শীর্ষবাছাই দীপিকা এ বার সরাসরি তৃতীয় রাউন্ডে নামবেন। যা হবে শেষ ৩২ জনের মধ্যে। দীপিকার দুই সতীর্থ লক্ষ্মীরানী মাঝি আর রিমিল বুরিউলির র‌্যাঙ্কিং যথাক্রমে ৪৫ ও ৭৫ হওয়ার ফের তাঁদের প্রথম রাউন্ড থেকে শুরু করতে হবে। দলগত ভাবে ভারতের মেয়েদের র‌্যাঙ্কিং চার।

দীপিকার দুরন্ত ফর্মে ভারত মিক্সড পেয়ার বিভাগেও শীর্ষ র‌্যাঙ্কিং পায়। অতনু দাসের (র‌্যাঙ্কিং ১২) সঙ্গে জুটিতে দীপিকা প্রথম রাউন্ডে ৫-৩ হারান তুরস্ককে। তবে সেমিফাইনালে চিনা তাইপের কাছে ৩-৫ হারায় ব্রোঞ্জ প্লে অফের জন্য কোরিয়ার মুখোমুখি হতে হবে এ বার দীপিকাদের। কোরিয়াকে ০-৬ হারায় যুক্তরাষ্ট্র। পুরুষদের বিভাগে অতনু দাস, জয়ন্ত তালুকদার ও মঙ্গল সিংহ চাম্পিয়া রিকার্ভ কোয়ালিফায়ারে প্রথম কুড়িতে শেষ করে দলগত ভাবে তৃতীয় স্থান পেয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

world record Dipika
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE