Advertisement
০৭ মে ২০২৪

‘আলাদা উত্তেজনা টের পাচ্ছি’

মাস খানেক আগে লন্ডনে হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। খুব বেশি হাঁটা-চলা বারণ। তবু আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট টমাস বাখের আমন্ত্রণ ফেরাননি। দীর্ঘ বিমানযাত্রার ধকল সামলে রিও রওনা হয়েছিলেন দু’দিন আগেই।

রিওর সমুদ্রসৈকতে সচিন । ছবি টুইটার

রিওর সমুদ্রসৈকতে সচিন । ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৬ ০৪:০৬
Share: Save:

মাস খানেক আগে লন্ডনে হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। খুব বেশি হাঁটা-চলা বারণ। তবু আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট টমাস বাখের আমন্ত্রণ ফেরাননি। দীর্ঘ বিমানযাত্রার ধকল সামলে রিও রওনা হয়েছিলেন দু’দিন আগেই। শুধু আইওসি প্রেসিডেন্টের আমন্ত্রণ রক্ষাই নয়। অলিম্পিক্সে দেশের অ্যাথলিটদের উৎসাহ দিতেও। রিও অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের ‘তেরঙ্গা আরও উঁচুতে তুলে ধরতে’ তাঁর উৎসাহ যদি একটুও কাজে আসে, সেই উদ্দেশ্যেই। তিনি— সচিন তেন্ডুলকর।

একটি জাতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রিও পৌঁছনোর পর সচিন বলেছেন, ‘‘দারুণ উপভোগ করছি এখানে। তবে বেশি হাঁটাচলা এড়িয়ে চলতে হচ্ছে। আসলে আমার কাছে দেশের অ্যাথলিটদের উৎসাহ দেওয়ার ব্যাপারটা বিরাট সম্মানের। এখানকার অভিজ্ঞতা দুর্দান্ত। রিওর পরিবেশে একটা আলাদা উৎসাহ, উত্তেজনা টের পাচ্ছি।’’

শনিবার সকালে গেমস ভিলেজে অ্যাপার্টমেন্ট ৩১-এ যাবেন সচিন। রিওতে এটাই ভারতীয় অ্যাথলিটদের ঠিকানা। সচিনের উৎসাহ তাঁর কথায় পরিষ্কার, ‘‘আমি তো আগেই বলেছি চলো রিও গিয়ে তেরঙ্গা ওড়াই। এটা আমার তরফ থেকে অ্যাথলিটদের পাশে থাকার একটা ছোট্ট প্রয়াস।’’

ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে কথা বলার পর সচিন আইওসি প্রেসিডেন্টের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। বাখ অবসরপ্রাপ্ত ভারতীয় তারকাকে রাগবি ম্যাচ দেখার আমন্ত্রণ জানালেও শোনা যাচ্ছে সচিন নাকি আইওসি প্রেসিডেন্টের অনুরোধ ফিরিয়ে দিয়েছেন। উল্টে তিনি ভারতের হকি ম্যাচ দেখার অনুরোধ করতে চান আইওসি প্রেসিডেন্টকে। শনিবারই আয়ারল্যান্ডের বিরুদ্ধে সর্দার সিংহদের অভিযান শুরু হচ্ছে।

আইওসি প্রেসিডেন্টের ডিনারে নীতা ও মুকেশ অম্বানির সঙ্গে সচিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sachin Tendulkar Rio Olympics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE