প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে দিন-রাতের টেস্টে শতরান করার পর শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন স্মৃতি মন্ধানা। অস্ট্রেলিয়ার মাটিতে ২১৬ বলে ১২৭ রান করেছেন ভারতের এই ব্যাটার। এই নজিরের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর।
সচিন টুইটারে লিখেছেন, ‘দারুণ ব্যাট করেছ। প্রথম টেস্ট শতরানের জন্য অনেক অভিনন্দন। এভাবেই খেলে যাও আর বাকিদের অনুপ্রাণিত করে যাও।’
সচিনের এই বার্তা পেয়ে ধন্যবাদ জানিয়েছেন স্মৃতিও। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ। আপনার কাছ থেকে প্রশংসা পাওয়া মানে বিরাট ব্যাপার আমার কাছে।’