Advertisement
০২ মে ২০২৪

ঋদ্ধিদের দেখে মুগ্ধ তেন্ডুলকর

ভারতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্যের পিছনে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের অবদান যথেষ্ট। বলছেন, প্রাক্তন অধিনায়ক সচিন তেন্ডুলকর।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০৩:৪৩
Share: Save:

ভারতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্যের পিছনে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের অবদান যথেষ্ট। বলছেন, প্রাক্তন অধিনায়ক সচিন তেন্ডুলকর।

মাস্টার ব্লাস্টার ঋদ্ধিমানের নাম না করে বলছেন, ‘‘যখন টিমের মরণ-বাঁচন লড়াইয়ের দিনে আপনার বোলাররা গিয়ে রান করে আসে, আপনার উইকেটকিপার যদি সেঞ্চুরি করে দেয়, তা হলে আপনার টিম শক্তিশালী হতে বাধ্য।’’

সাম্প্রতিক কালে ১৩ টেস্টের মধ্যে ১০ টেস্টেই জিতেছেন ভারতীয় ক্রিকেটাররা। যার সুবাদে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০, ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-০, বাংলাদেশের বিরুদ্ধে ১-০ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ জিতেছে ভারত।

ভারতীয় দলের এই সাফল্য সম্পর্কে সচিনের মূল্যায়ন, ‘‘চলতি মরসুমটা দুর্দান্ত গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের। যখনই কোনও কঠিন সময় গিয়েছে তখনই দেখা গিয়েছে টিমের সাত, আট, নয় নম্বর ব্যাটসম্যানও নিজের সেরাটা দিয়েছে। ফলে যখনই কোনও টিমের সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে তখন এই কারণেই ম্যাচের রাশ বেশির ভাগ সময়েই হাতের মুঠোয় থেকে গিয়েছে ভারতের।’’ বিরাট কোহালির বর্তমান ভারতীয় দলের গভীরতা সম্পর্কে জানতে চাওয়া হলে সচিন বলে দেন, ‘‘টিমে যারা নিয়মিত নয়, তাদের পারফরম্যান্সও চোখে পড়ছে। এটাই বর্তমান ভারতীয় দলের শক্তি। টিমের জন্য প্রত্যেকেই কিছু না কিছু করতে চায়। আর সেটাই একটা বড় ব্যাপার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE