তাইল্যান্ড ওপেনের সেমিফাইনালে উঠলেন সাইনা নেহওয়াল। এক ঘণ্টার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জাপানের হারুকো সুজুকি-কে ২১-১৫, ২২-২০,২১-১১ হারালেন সাইনা। ম্যাচ জেতার পরে সাইনা টুইটারে লেখেন, ‘তিন গেমের কঠিন লড়াই জিতলাম আজ তাইল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে।’ শেষ চারে তাঁর সামনে স্থানীয় তারকা বুসানন অনবামুনপাহান।
দিনের শুরুতে পুরুষদের সিঙ্গলসে নিজের ফর্ম ধরে রাখেন বি সাই প্রণীত। তাইল্যান্ডের কান্তাফন ওয়াংচারোয়েন-কে হারিয়ে সেমিফাইনালে উঠলেন তিনি। বিধ্বংসী পারফরম্যান্স উপহার দিয়ে মাত্র ৫০ মিনিটে ম্যাচ শেষ করেন বিশ্বর্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে থাকা প্রণীত। তাঁর প্রতিদ্বন্দ্বীর বিশ্বর্যাঙ্কিং ১০২। এর আগে এক বারই তাঁরা মুখোমুখি হয়েছিলেন। ইন্দোনেশিয়ান মাস্টার্সে সেই লড়াইয়েও জিতেছিলেন প্রণীত। টুর্নামেন্ট জুড়েই দারুণ ফর্ম দেখাচ্ছেন ভারতীয় তারকা। কয়েক দিন আগেই যিনি সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হন। কোয়ার্টার ফাইনালে তিনি স্ট্রেট গেমে হারান মালয়েশিয়ার ইসকান্দার জুলকারনাইনকে।