Advertisement
০৭ ডিসেম্বর ২০২৪
Mahendra Singh Dhoni

সাক্ষীর জুতোর ফিতে বাঁধলেন ধোনি, কী বলল নীতিপুলিশরা?

সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে মাহির স্ত্রী সাক্ষী ধোনির পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে মাটিতে বসে সাক্ষীর পায়ের জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন মাহি। কোনও একটা অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। সেখানেই সাক্ষীর জুতোর ফিতে খুলে যায়। নিচু হয়ে সাক্ষী জুতোর ফিতে বাঁধতে পারবেন না বুঝেই এগিয়ে আসেন মাহি। ছবির সঙ্গে সাক্ষী লিখেছেন, “দাম দিয়ে জুতো কিনে দিয়েছিলে তুমি, এখন তো সেটা বাঁধতেও হবে।”

নীতিপুলিশগিরি এবার মাহি-সাক্ষীর সাথেও।

নীতিপুলিশগিরি এবার মাহি-সাক্ষীর সাথেও।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ১৪:২৩
Share: Save:

দু-দু’বার বিশ্বকাপ জয়ী অধিনায়ক তিনি। ভারতের অন্যতম শ্রেষ্ঠ অধিনায়কও বলা হয় তাঁকে। তাঁর শান্ত মেজাজ ও ঠান্ডা মাথা চোখ কপালে তুলেছে তাবড় তাবড় ক্রিকেট বোদ্ধাদেরও। কিন্তু আকাশচুম্বী সাফল্য থাকলেও খেলার মাঠের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা মানুষ মহেন্দ্র সিংহ ধোনি। পরিবারের মানুষদের কাছে তিনি একান্তই ঘরের ছেলে। তাই স্ত্রী সাক্ষী বা মেয়ে জিবার কাছে তাঁর পরিচয় শুধুই স্বামী বা বাবা হিসেবেই।

এর আগে বহু বার মেয়ে জিবা বা স্ত্রী সাক্ষীর সাথে মাহির বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সম্প্রতি মাহি আবার প্রমাণ করলেন পরিবারের মানুষদের কাছে তিনি এখনও মাটির মানুষ। প্রয়োজনে স্ত্রীয়ের জুতোর ফিতে বেঁধে দিতেও দ্বিধা বোধ করেন না তিনি!

সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে মাহির স্ত্রী সাক্ষী ধোনির পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে মাটিতে বসে সাক্ষীর পায়ের জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন মাহি। কোনও একটা অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। সেখানেই সাক্ষীর জুতোর ফিতে খুলে যায়। নিচু হয়ে সাক্ষী জুতোর ফিতে বাঁধতে পারবেন না বুঝেই এগিয়ে আসেন মাহি। ছবির সঙ্গে সাক্ষী লিখেছেন, “দাম দিয়ে জুতো কিনে দিয়েছিলে তুমি, এখন তো সেটা বাঁধতেও হবে।”

You paid for the shoes so you tie them tooo 🤗😘 !!! Photo Credit - @k.a.b.b.s

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

আরও পড়ুন: সমস্যা হলে ধোনির সাহায্য পাই: ঋষভ

কিন্তু এই ছবি পোস্ট হতে না হতেই তা যেমন এক শ্রেণির মন জয় করে নিয়েছে, তেমনই কিছু ধোনি-ভক্ত আবার ফোঁস করে উঠেছেন তাঁদের প্রিয় আইকনকে দিয়ে সাক্ষী এই কাজ করিয়েছেন দেখে। অনেকে ধোনিকে এই ভাবে ‘চাকর’-এর মতো কাজ করানোর জন্য সমালোচনা করেছেন সাক্ষীর। অনেকে আবার একধাপ এগিয়ে এও বলেছেন যে, সাক্ষীর মতো ‘সুইটহার্ট’ দরকার নেই জীবনে, যে তাঁর স্বামীকে দিয়ে জনসমক্ষে জুতোর ফিতেও বাঁধিয়ে নিতে পারে!

আরও পড়ুন: মেয়ের কাছে নাচ শিখছেন ধোনি! ভাইরাল ভিডিয়ো

যদিও এ সবে পাত্তা না দিয়ে সাক্ষী তার পর আরও একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় সাক্ষীর হাতের একটি গয়না মেরামত করছেন মাহি। এই ছবির ক্যাপশনে সাক্ষী লেখেন যে, “এই ব্যান্ডটিও তোমার কিনে দেওয়া, আর তুমিই এটা খারাপ করে দিলে”।

You paid for the band so you screw it too 🤗😘 #Round2 Photo credits @k.a.b.b.s

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

অন্য বিষয়গুলি:

Mahendra Singh Dhoni Sakshi Dhoni Cricketer Trolling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy