Advertisement
E-Paper

সালাহ দ্রুত সেরে উঠুক, প্রার্থনা র‌্যামোসের

মিশর জাতীয় দলের ডাক্তার দাবি অবশ্য দাবি করেছেন, বিশ্বকাপে সালাহ-র খেলার সম্ভাবনা উজ্জ্বল। মিশর ফুটবল ফেডারেশন টুইটারে জানিয়েছে, সালাহ-র চিকিৎসা শুরু হয়ে গিয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ০৪:৪৯

বিশ্বকাপে মহম্মদ সালাহ-র খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সের্খিয়ো র‌্যামোসের সঙ্গে সংঘর্ষে কাঁধের হাড় সরে যায় লিভারপুল তারকার। ফলে বিশ্বকাপে মিশরের হয়ে সালাহ-র খেলা নিয়েই তৈরি হয়ে যায় সংশয়। চোটের জন্য সালাহ-র ভক্তরা র‌্যামোসকেই কাঠগড়ায় তুলছেন। রিয়াল অধিনায়ক অবশ্য টুইটারে সালাহ-র দ্রুত আরোগ্য কামনা করেছেন। র‌্যামোস লিখেছেন, ‘‘ফুটবলে ভাল-খারাপ দু’টো দিকই আছে। দ্রুত সুস্থ হয়ে ওঠো সালাহ। তোমার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।’’

মিশর জাতীয় দলের ডাক্তার দাবি অবশ্য দাবি করেছেন, বিশ্বকাপে সালাহ-র খেলার সম্ভাবনা উজ্জ্বল। মিশর ফুটবল ফেডারেশন টুইটারে জানিয়েছে, সালাহ-র চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। আমাদের আশা, রাশিয়ায় চেনা ছন্দেই পাওয়া যাবে সালাহকে।

Sergio Ramos Real Madrid Liverpool Mohamed Salah Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy