Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সমালোচনার জবাব র‌্যাকেটেই দেব: সানিয়া

তিনি যে তাঁর সমালোচনার জবাব র‌্যাকেটের মাধ্যমেই দেন, রবিবার ইউএস ওপেনের ডাবলসে গ্র্যান্ডস্লাম জিতে ফের তা প্রমাণ করলেন ভারতের টেসিন সুন্দরী সানিয়া মির্জা। এই বছরেই পর পর দু’টো গ্র্যান্ড স্লাম! তা-ও আবার কয়েক মাসের ব্যবধানে।

ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৫:০৪
Share: Save:

তিনি যে তাঁর সমালোচনার জবাব র‌্যাকেটের মাধ্যমেই দেন, রবিবার ইউএস ওপেনের ডাবলসে গ্র্যান্ডস্লাম জিতে ফের তা প্রমাণ করলেন ভারতের টেসিন সুন্দরী সানিয়া মির্জা। এই বছরেই পর পর দু’টো গ্র্যান্ড স্লাম! তা-ও আবার কয়েক মাসের ব্যবধানে। ভারতের টেনিস দুনিয়া নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে এই সুন্দরীর হাত ধরে।

মার্টিনাকে পার্টনার হিসাবে নেওয়ার পর থেকেই এসেছে সাফল্য। এর সঙ্গে যোগ হয়েছে তাঁর একাগ্রতা ও আত্মবিশ্বাস। এই তিনের মিশেলে একের পর এক ফসল ঘরে তুলে আনছেন তিনি। আর এই ভাবেই সমালোচকদের মুখ বন্ধ করছেন। তাঁর মতে, সমালোচনা হতেই পারে। তবে সব কিছুর জবাব আছে র‌্যাকেটেই। তিনি বলেন, “জানি, আমার কারণে সংবাদপত্র অনেক বেশি বিক্রি হবে। আমার কেরিয়ার নিয়ে খবর করে সংবাদমাধ্যমের টিআরপি আরও বাড়বে। ভাল লাগে, কোনও কারণ ছাড়াই আমার এত পাবলিসিটি হচ্ছে দেখে!” সানিয়া আরও বলেন, “দেশ, নিজের এবং পরিবারের জন্য টেনিস খেলি। কে কি বলল তাতে কিছুই যায় আসে না! আমার জবাব শুধু র‌্যাকেটেই।”

মার্টিনা হিঙ্গিজকে পার্টনার করে এ পর্যন্ত ১২টি টুর্নামেন্ট খেলেছেন সানিয়া। তার মধ্যে ৬টি-তে জিতেছে ওই জুটি। মার্টিনা প্রসঙ্গে তিনি বলেন, “ওঁর সঙ্গে আমার রসায়ন অসাধারণ। আমাদের পরবর্তী লক্ষ্য সিঙ্গাপুর।” মার্টিনার সঙ্গে জুটি বাঁধার পরই ডাবলস র‌্যাঙ্কিংয়ে প্রথম ভারতীয় মহিলা হিসাবে বিশ্বের এক নম্বরে উঠে এসেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sania Martina chemistry countrie
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE