Advertisement
১৯ মে ২০২৪

পাল্টা একহাত সানিয়ার

ডাবলসে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে তাঁর সমালোচকদের একহাত নিলেন সানিয়া মির্জা। দেশের সেরা ক্রীড়াসম্মান রাজীব খেলরত্ন তাঁর পাওয়া ঘিরে বিতর্ককে টেনে এনে বলেছেন, ‘‘যা বুঝছি, আমার টেনিস কেরিয়ারের মাধ্যমে আমি অনেক লোকের খবরের কাগজ বিক্রি বাড়তে সাহায্য করেছি। টিআরপি বাড়িয়ে দিয়েছি।’’ তীর্যক ভাবে বলেন, ‘‘আমি দেখে মুগ্ধ যে, লোকে সম্পূর্ণ ইস্যুহীন বিষয়ে আমাকে এত প্রচার দিয়েছেন।’’

বোঝা যাচ্ছে আমরা কতটা খুশি? যুক্তরাষ্ট্র ওপেন ডাবলস ট্রফি নিয়ে ফেসবুকে সানিয়ার সঙ্গে ছবি পোস্ট করলেন মার্টিনা হিঙ্গিস।

বোঝা যাচ্ছে আমরা কতটা খুশি? যুক্তরাষ্ট্র ওপেন ডাবলস ট্রফি নিয়ে ফেসবুকে সানিয়ার সঙ্গে ছবি পোস্ট করলেন মার্টিনা হিঙ্গিস।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১৩
Share: Save:

ডাবলসে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে তাঁর সমালোচকদের একহাত নিলেন সানিয়া মির্জা। দেশের সেরা ক্রীড়াসম্মান রাজীব খেলরত্ন তাঁর পাওয়া ঘিরে বিতর্ককে টেনে এনে বলেছেন, ‘‘যা বুঝছি, আমার টেনিস কেরিয়ারের মাধ্যমে আমি অনেক লোকের খবরের কাগজ বিক্রি বাড়তে সাহায্য করেছি। টিআরপি বাড়িয়ে দিয়েছি।’’ তীর্যক ভাবে বলেন, ‘‘আমি দেখে মুগ্ধ যে, লোকে সম্পূর্ণ ইস্যুহীন বিষয়ে আমাকে এত প্রচার দিয়েছেন।’’ সানিয়ার সাফ কথা, ‘‘আমি টেনিস খেলি, জেতার চেষ্টা করি, জিতিও। আর এ সব কিছু করি নিজের জন্য, আমার দেশের জন্য, আমার পরিবারের জন্য। কে কোথায় কী বলল তার মধ্যে না ঢুকে স্রেফ আমার র‌্যাকেটে সব কিছুর জবাব দিই।’’ এ দিকে, ইতিমধ্যেই সানিয়াকে দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ দেওয়ার দাবি উঠে গিয়েছে। রাহুল দ্রাবিড়, যিনি নিজেই অসংখ্য উঠতি ক্রিকেটারের অনুপ্রেরণা, বলেছেন, ‘‘সানিয়া-লিয়েন্ডার শুধু এ দেশের পরের প্রজন্মের টেনিস প্লেয়ারদের কাছেই অনুপ্রেরণা নয়, অন্য সব ক্রীড়াবিদের কাছেও অনুপ্রেরণা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE