টেনিসজীবনের শেষ উইম্বলডনে ডাবলস অভিযান সুখের হল না সানিয়া মির্জার। প্রথম রাউন্ডেই বিদায় নিতে হল সানিয়াকে। চেক প্রজাতন্ত্রের লুসি রাদেকার সঙ্গে জুটি বেধে লড়াই করেও হেরে গেলেন।
ফরাসি ওপেনের মতোই উইম্বলডনেও রাদেকার সঙ্গে জুটি বেধেছিলেন সানিয়া। তাঁদের জুটি লড়াই করেও দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র পেল না। পোলিশ-ব্রাজিলীয় জুটি ম্যাগডালেনা ফ্রেচ-বিত্রোজ মাইয়ার কাছে সানিয়ারা হারলেন ৪-৬, ৬-৪, ৬-২ ব্যবধানে। প্রথম সেট জিতে এগিয়ে গেলেও পরের দু’টি সেট হেরে গেলেন সানিয়ারা। ফলে উইম্বলডনের ডাবলসে শেষ হয়ে গেল সানিয়ার যাত্রা। উল্লেখ্য, ২০১৫ সালে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেধে উইম্বলডনে মহিলাদের ডাবলসে চ্যাম্পিয়ন হন সানিয়া।
ডাবলসে হারলেও সানিয়ার উইম্বলডন অভিযান অবশ্য শেষ হচ্ছে না। শুক্রবার মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডে খেলবেন তিনি। মিক্সড ডাবলসে তাঁর সঙ্গী ক্রোয়েশিয়ার মেট প্যাভিচ। প্রথম রাউন্ডে সানিয়াদের প্রতিপক্ষ নাতেলা জালামিডজে-ডেভিড ভেগা হার্নান্ডেজ জুটি। মিক্সড ডাবলসে তিন বার উইম্বলডনের শেষ আটে পৌঁছেছেন সানিয়া।