Advertisement
০৬ মে ২০২৪

সানিয়ার পাল্টা

ওয়াডা ওয়েবসাইট হ্যাক হওয়ায় তিনি ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন বলে জল্পনা ছিল। এ দিন এক সচিত্র টুইটে সেই জল্পনা সপাটে ওড়ালেন সানিয়া মির্জা।

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩২
Share: Save:

ওয়াডা ওয়েবসাইট হ্যাক হওয়ায় তিনি ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন বলে জল্পনা ছিল। এ দিন এক সচিত্র টুইটে সেই জল্পনা সপাটে ওড়ালেন সানিয়া মির্জা। এআইটিএ সেক্রেটারি জেনারেল হিরন্ময় চট্টোপাধ্যায়ের সই করা চিঠির ছবি টুইট করেন সানিয়া। তাতে লেখা সানিয়া তাঁদের এমন কোনও চিঠি দেননি যাতে ওয়াডা নিয়ে খোঁজখবরের আবেদন রয়েছে। বৃহস্পতিবার শোনা গিয়েছিল, রুশ হ্যাকাররা সেরিনা ও ভেনাস উইলিয়ামসের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ তোলায় সানিয়া নাকি এআইটিএ-কে সবিস্তার খোঁজ নিতে আর্জি জানিয়েছেন। এই বলে যে, ভেনাস ডোপে ধরা পড়ে থাকলে রিও অলিম্পিক্সে মিক্সড ডাবলস ফাইনালে তাঁর ও বোপান্নার জুটিই যায়। সে ক্ষেত্রে ভারতেরও একটা পদক প্রাপ্য। এ দিন ছবির সঙ্গে টুইটে সানিয়া লিখেছেন, ‘‘আশা করি এ বার সব কিছু একদম পরিষ্কার। চাই এই খবরটাও আগের দিনের ‘বিতর্ক’-এর মতোই জবরদস্ত হেডলাইন হোক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sania Mirza Tennis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE