চলতি সপ্তাহের গোড়ায় মা হয়েছিলেন টেনিস তারকা সানিয়া মির্জা। কিন্তু ছেলের ছবি প্রকাশ্যে আসেনি। শুক্রবার ছেলেকে নিয়ে হাসপাতাল ছাড়ার সময় সানিয়ার ছবি ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। হয়ে উঠল ভাইরাল।
সেই ছবিতে দেখা যাচ্ছে তোয়ালে জড়িয়ে সদ্যজাত সন্তানকে কোলে করে নিয়ে যাচ্ছেন সানিয়া। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে প্রচুর মানুষ অভিনন্দন জানিয়েছেন ছয় গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে।
শোয়েব মালিক ও সানিয়া ছেলের নাম রেখেছেন ইজহান। উর্দুতে য়ার মানে ভগবানের উপহার। আগেই সানিয়া জানিয়েছিলেন, ছেলের পদবি শুধু মালিক হবে না। বরং পদবি হবে মির্জা মালিক। সেই মতো সদ্যজাতর নাম দাঁড়াচ্ছে ইজহান মির্জা মালিক। গত ৩০ অক্টোবর সকালে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক টুইটের মাধ্যমে সানিয়ার মা হওযার খবর জানিয়েছিলেন।
আরও পড়ুন: নিজেই সরে যাক ধোনি, ঋষভের পক্ষে আজহার
আরও পড়ুন: ফের দলে নেই মেসি
First pictures of sania mirza leaving hospital with her new born baby . pic.twitter.com/RAXZEqXF3x
— Ex PMLN (@exX_PMLN) November 2, 2018
(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)