টুইটারে সানিয়া মির্জাকে ট্রোল করতে গিয়ে একেবারে নাস্তানাবুদ অবস্থা হল সঞ্জয় মঞ্জরেকরের।
টানা ৮০ সপ্তাহ ডাবলসে এক নম্বর র্যাঙ্কিং ধরে রেখেছেন সানিয়া। মার্টনা হিঙ্গিসের সঙ্গে বিচ্ছেদের পরে নতুন পার্টনার নিয়েও জিতেছেন একের পর এক টুর্নামেন্ট। সেই সাফল্য উদ্যাপনে টুইটারে সানিয়া লেখেন, “এক নম্বর হিসাবে আজ ৮০ সপ্তাহ পূর্ণ হল আমার। এই তথ্যটা আমাকে আরও বেশি করে পরিশ্রম করতে উদ্বুদ্ধ করছে।”
সানিয়ার টুইটের পর সঞ্জয় টুইট করেন, “ডাবলস প্লেয়ার হিসাবে এক নম্বর তো? অভিনন্দন..” সঞ্জয়ের এই বাউন্সার সরাসরি হুক করে সীমানার বাইরে পাঠিয়ে দেন সানিয়া। পাল্টা টুইটে সঞ্জয়ের সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন করে তিনি বলেন, “যেহেতু আমি সিঙ্গলস খেলি না, তাই আমি যে ডাবলস র্যাঙ্কিংয়ের কথাই বলছি, এটা কি স্বাভাবিক নয়? তবে অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ।”