ডাবলস র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন সানিয়া মির্জা। চেক পার্টনার বার্বারা স্ট্রাইকোভার সাথে প্যান প্যাসিফিক ওপেন জেতার সুবাদে ৯৭৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন তিনি। তবে ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছেন প্রাক্তন পার্টনার মার্টিনা হিঙ্গিস যাঁর পয়েন্ট ৯৭২৫। ছেলেদের ডাবলস র্যাঙ্কিংয়ে রোহন বোপান্না থাকলেন আঠারো নম্বরেই। তবে এগোলেন লিয়েন্ডার পেজ। চার ধাপ উঠে ৬০ এ পৌঁছলেন লি। ছেলেদের সিঙ্গলসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিং সাকেত মিনেনির। ১৩৮। তবে ডেভিস কাপে হারের ফলে ১০ ধাপ নেমে ২২৯-এ রামকুমার রামনাথন।