Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sanjay Manjrekar

একদিনের ফরম্যাট নিয়ে প্রশ্ন তোলায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলড সঞ্জয় মঞ্জরেকর

হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের পরাজয়ের পর মঞ্জরেকর টুইট করেন ফরম্যাটের দৈর্ঘ নিয়ে। লেখেন, ৫০-এর মধ্যে ১০ ওভার একটু বেশিই মনে হচ্ছে।

ক্রিকেটপ্রেমীদের তুমুল বিদ্রুপের মুখে পড়েছেন সঞ্জয় মঞ্জরেকর। ছবি টুইটারের সৌজন্য়ে।

ক্রিকেটপ্রেমীদের তুমুল বিদ্রুপের মুখে পড়েছেন সঞ্জয় মঞ্জরেকর। ছবি টুইটারের সৌজন্য়ে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ১৩:৫০
Share: Save:

সোশ্যাল মিডিয়ায় আগেও নিজের মতামত পেশ করে সমালোচিত হয়েছিলেন সঞ্জয় মঞ্জরেকর। ফের এমনই ঘটল। এ বার মুম্বইকর ওয়ানডে ফরম্যাটের দৈর্ঘ নিয়ে প্রশ্ন করে হলেন তুমুল সমালোচিত।

হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের জয়ের পর মঞ্জরেকর টুইট করেন ফরম্যাটের দৈর্ঘ নিয়ে। লেখেন, ৫০-এর মধ্যে ১০ ওভার একটু বেশিই মনে হচ্ছে। আর ক্রিকেটপ্রেমীরা এটাই মানতে পারছেন না। তাঁরা মঞ্জরেকরের মন্তব্য নিয়ে পাল্টা টুইট করতে থাকেন। যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে নেট-দুনিয়া।

কেউ কেউ তো ব্যঙ্গ করেন মঞ্জরেকরের ধারাভাষ্যকে। লেখেন যে তিনি ধারাভাষ্য দিলেও বড্ড দীর্ঘ মনে হয় একদিনের ক্রিকেটকে। কেউ আবার ৪০ ওভারের পর টিভি বন্ধ করার পরামর্শ দেন মঞ্জরেকরকে। কেউ আবার খোঁচা দিয়ে লেখেন যে আপনি তো ব্যাটিং করার সময় ১০ ওভারও টিঁকতেন না। কেউ আবার লেখেন যে ৪০ ওভারের ম্যাচ হলেও কিছুদিন পর আপনি সেটাকেও দীর্ঘ বলবেন।

ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ নিয়ে খেলুন কুইজ

আরও পড়ুন: লিস্ট এ ক্রিকেটে ১৩ হাজার রান! সচিন, সৌরভ, দ্রাবিড়ের পরেই ধোনি​

আরও পড়ুন: জামনগরে মোদির সফরের আগে বিজেপিতে যোগ রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবার

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(প্রথম ম্যাচে ভারতের জয়ের জায়গায় ভুলবশত পরাজয় লেখা হয়েছিল । এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE