Advertisement
E-Paper

সনিদের তাতিয়ে রাখতে সঞ্জয়ের রিয়াল টোটকা

আই লিগের শুরুতেই জেতার হ্যাটট্রিক। সেই অনায়াস জয়-দৌড় সনি-ডাফিদের মধ্যে যাতে আত্মতুষ্টি না এনে দেয় সে জন্য রিয়াল মাদ্রিদকে হাতিয়ার করেছেন সঞ্জয় সেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৭ ০৩:১৩

আই লিগের শুরুতেই জেতার হ্যাটট্রিক। সেই অনায়াস জয়-দৌড় সনি-ডাফিদের মধ্যে যাতে আত্মতুষ্টি না এনে দেয় সে জন্য রিয়াল মাদ্রিদকে হাতিয়ার করেছেন সঞ্জয় সেন।

শনিবার লিগ টেবলের একেবারে শেষে থাকা চেন্নাই সিটি এফসি-র বিরুদ্ধে এ বারের টুর্নামেন্টের প্রথম অ্যাওয়ে ম্যাচে নামছে মোহনবাগান। তার আগে কাতসুমি-প্রণয়দের সতর্ক করতে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-জিনেজিন জিদানের টিমের সাম্প্রতিক দশার উদাহরণ টেনে এনেছেন সবুজ-মেরুন কোচ। শুক্রবার চেন্নাই স্টেডিয়ামে অনুশীলনের পর টিম মিটিংয়ে সঞ্জয় বলে দেন, সনিদের ‘‘রিয়ালের মতো দল টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার পর পরপর দু’টো ম্যাচ হারল। সেভিয়া, সেল্টা ভিগোর মতো দলের কাছে! তাই কোনও দলকে ছোট মনে করলেই বিপদে পড়তে হবে।’’

ফেডারেশনের ফ্র্যাঞ্চাইজি টিম হিসেবে প্রথম বার আই লিগ খেলছে চেন্নাই। পারফরম্যান্স আহামরি নয়। তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট। উল্টো দিকে টানা তিন ম্যাচ জিতে মোহনবাগান চূড়ান্ত আত্মবিশ্বাসী। স্ট্রাইকাররা গোল পাচ্ছেন। সনি ফর্মে। গত দু’বছরের মতো এ বার রক্ষণও টলমল করছে না। এখনও বাগানের জালে বল ঢোকেনি। এমন ‘কুল কুল’ আবহেও কিন্তু সঞ্জয়ের আশঙ্কা অন্য জায়গায়। ফোনে তিনি বললেন, ‘‘চেন্নাই আগের ম্যাচগুলো খারাপ খেলেছে বলে আমাদের বিরুদ্ধেও খারাপ খেলবে, এর কোনও মানে নেই। বরং নিজেদের মাঠে ওরা উঠে দাঁড়ানোর একশো শতাংশ চেষ্টা করবে। ওদের টিমে আগেও আই লিগ খেলা অনেক সিনিয়র ছেলে রয়েছে। তাই লড়াই সহজ হবে না বলেই মনে করছি। আমাদেরও অনেক জায়গায় উন্নতির দরকার।’’

চেন্নাই ঘরের মাঠে একটাই ম্যাচ খেলেছে। সেই মিনার্ভা ম্যাচ ড্র করেছিল তারা। করণজিৎ সিংহ, দেবব্রত রায়, ইচে, ডেনসন দেবদাস, রাভাননদের মতো আই লিগ অভিজ্ঞ একঝাঁক ফুটবলার আছেন দলে। বাগানের তিন ম্যাচে চার গোল করে ফেলা ড্যারেল ডাফি চেন্নাইয়ে সাংবাদিক সম্মেলনে এ দিন বলেছেন, ‘‘নয় পয়েন্ট পেলেই তো আর আই লিগ জেতা হয়ে যায় না। আমাদের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সবে তো লিগের শুরু। এখন পয়েন্ট নষ্ট করা চলবে না। তা হলে পরের দিকে আমাদের সমস্যায় পড়তে হবে।’’

চেন্নাই কোচ রবিন চার্লস রাজা আবার ম্যাচের আগেই নিজের টিমের সমস্যার কথা স্বীকার করছেন। তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‘আমাদের স্ট্রাইকার, মিডফিল্ডারদের মধ্যে কিছু ভাষাগত সমস্যা রয়েছে। সেটা যত দ্রুত সম্ভব কাটিয়ে উঠতে হবে।’’ বাগানের বিরুদ্ধে করণজিৎ ফিরতে পারেন দলে। তবে হারুন আমিরিকে সম্ভবত পাওয়া যাবে না।

এখন দেখার, ডাফি-জেজেরা আই লিগের আরও একটা নতুন টিমের বিরুদ্ধে ফের ঝড় তুলতে পারেন কি না।

শনিবারে আই লিগ

মোহনবাগান: চেন্নাই সিটি (চেন্নাই, ৭-০০, টিভিতে টেন টু-তে সরাসরি),

শিলং লাজং: মিনার্ভা পঞ্জাব (শিলং, ৪-৩০)

ডিএসকে শিবাজিয়ান্স: চার্চিল ব্রাদার্স (পুণে, ৪-৩৫)।

Sanjay Sen Real Madrid I-League
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy