Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সানিয়ার অনিচ্ছা সত্ত্বেও সিঙ্গাপুরে হয়তো ‘সান্টিনা’

টুর্নামেন্ট শুরু হতে আর দু’সপ্তাহের সামান্য বেশি। ডাবলসে বিশ্ব সেরা আট টিমও চূড়ান্ত। যার মধ্যে তাঁদের জুটি আবার গত বারের চ্যাম্পিয়ন। কিন্তু সেই ‘সান্টিনা’ জুটিকে কি সিঙ্গাপুরে আগামী ২৩-৩০ অক্টোবর ডব্লিউটিএ ফাইনালসে দেখা যাবে আদৌ?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৬ ০৩:২৫
Share: Save:

টুর্নামেন্ট শুরু হতে আর দু’সপ্তাহের সামান্য বেশি। ডাবলসে বিশ্ব সেরা আট টিমও চূড়ান্ত। যার মধ্যে তাঁদের জুটি আবার গত বারের চ্যাম্পিয়ন।

কিন্তু সেই ‘সান্টিনা’ জুটিকে কি সিঙ্গাপুরে আগামী ২৩-৩০ অক্টোবর ডব্লিউটিএ ফাইনালসে দেখা যাবে আদৌ? মহাষষ্ঠীর সন্ধেয় ভারতীয় টেনিসমহলে কিন্তু প্রশ্নটা ঘুরপাক খেতে শুরু করেছে। ‘সান্টিনা’ জুটির ভারতীয় চরিত্র সানিয়া মির্জা এখন বিশ্ব ডাবলস র‌্যাঙ্কিংয়ে শীর্ষে। জুটির অন্য জন মার্টিনা হিঙ্গিসের র‌্যাঙ্কিং এর পরেই— দুই। বছর দেড়েকের বেশি জুটি হিসেবে বিশ্বে এক নম্বরে থাকার পরে এই মুহূর্তে ‘সান্টিনা’-র র‌্যাঙ্কিং দুই। গত অগস্টে জুটি ভেঙে যাওয়া সত্ত্বেও।

এবং দুই মাসের প্রাক্তন তকমাই সিঙ্গাপুরে পেশাদার টেনিস সার্কিটের কার্যত বিশ্ব চ্যাম্পিয়নশিপ ডাবলসে ‘সান্টিনা’ জুটিকে দেখতে পাওয়া নিয়ে সংশয় তৈরি করেছে। অগস্টে আচমকা এই জুটি ভাঙার কারণ হিসেবে সানিয়া বলেছিলেন, ‘‘সব কিছুরই একটা শেষ বলে ব্যাপার থাকে। কোনও কিছুই নশ্বর নয়। কালের নিয়মেই আমাদের জুটি ভেঙে গেল। দু’জনেই আশা করছি, এতে ভবিষ্যতে আমাদের দু’জনেরই পারফরম্যান্স আরও ভাল হবে।’’ মার্টিনার বক্তব্যও প্রায় অনুরূপ ছিল। কিন্তু সঙ্গে তিনি খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যোগ করেছিলেন। ‘‘আমাদের জুটি ভেঙে গেলেও তার আগেই আমরা সিঙ্গাপুরে মরসুম শেষের ডব্লিউটিএ ফাইনালসে খেলার যোগ্যতা পেয়ে গিয়েছি। ওই টুর্নামেন্টে আমাদের জুটিই বর্তমান চ্যাম্পিয়ন। তাই ওটায় আমরা একসঙ্গে খেলব।’’ সানিয়ার দিক থেকে তাঁর প্রাক্তন পার্টনারের এই মন্তব্যের সমর্থন পাওয়া না গেলেও বিরুদ্ধ কোনও মতও এখনও পাওয়া যায়নি। তাই আরও বেশি দোলাচল ‘সান্টিনা’ ভক্তদের মধ্যে আপাতত।

তবে সানিয়া-মার্টিনার এই মুহূর্তে টেকনিক্যালি অবস্থান দেখলে ‘সান্টিনা’ জুটিকে সিঙ্গাপুরে দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি। নইলে দু’জনের কারও পক্ষেই এই বিরাট টুর্নামেন্টে খেলা সম্ভব নয় এ বার। সানিয়া ও তাঁর নতুন পার্টনার স্ট্রাইকোভা তাঁদের জুটির প্রথম তিন টুর্নামেন্টের দু’টোয় চ্যাম্পিয়ন হয়ে একটা সময় প্রাপ্ত ডব্লিউটিএ র‌্যাঙ্কিং পয়েন্টের ভিত্তিতে বিশ্বের প্রথম আট ডাবলস টিমের মধ্যে ঢুকে পড়ার একটা ক্ষীণ আশা জাগিয়েছিলেন। কিন্তু গত দু’সপ্তাহে উহানের ফাইনাল আর চিনা ওপেনের কোয়ার্টার ফাইনালে হারের ধাক্কায় তাদের সেই আশা মিলিয়ে গিয়েছে। আর মার্টিনা-কোকো জুটির দশা তো আরও খারাপ। এই অবস্থায় তাই মার্টিনার ডাকে সাড়া দেওয়া ছাড়া সানিয়ার অন্য উপায় নেই বলে ওয়াকিবহাল মহলের ধারণা।

পাশাপাশি এই মহলের কেউ কেউ আবার অবাকও যে, টুর্নামেন্ট গায়ের কাছে এসে পড়া সত্ত্বেও সানিয়া এই নিয়ে এখনও নিজের অবস্থান স্পষ্ট না করায়? এ ব্যাপারে না তাঁর কোনও টুইট বা ফেসবুক পোস্ট! গত ৩০ সেপ্টেম্বর মার্টিনা হিঙ্গিসের ৩৫তম জন্মদিন গিয়েছে। শুভেচ্ছাবার্তার মধ্যে মার্টিনার গ্র্যান্ড স্ল্যাম মিক্স়ড ডাবলস পার্টনার লিয়েন্ডার পেজেরও টুইট আছে। নেই শুধু সানিয়া মির্জার কোনও শুভেচ্ছাবার্তা। টেনিসমহলের একাংশ গত মাস দুয়েক ধরেই বলে আসছে, ‘সান্টিনা’ জুটির ভাঙার পিছনে নাকি লিয়েন্ডার!

এ বার ফরাসি ওপেন মিক্স়ড ডাবলস ফাইনালে শীর্ষ বাছাই সানিয়া-ডডিগকে হারিয়ে লিয়েন্ডার-মার্টিনা জুটি ষোলো মাসের মধ্যে কেরিয়ার স্ল্যাম করেছিল। সেই আন্দে কোর্টেই মার্টিনা এমন হাত-পা ছুড়ে সেলিব্রেট করেন যে, সানিয়া নাকি রেগে যান। যে, বছরভর পেশাদার ট্যুরে তুমি যে মেয়ের সঙ্গে খেলো, তাকে একটা মিক্সড ডাবলস ম্যাচে হারিয়ে এত বাড়াবাড়ি উচ্ছ্বাসের কী আছে? সানিয়া নাকি জানতে পারেন, মার্টিনাকে এ ভাবে সেলিব্রেট করতে লিয়েন্ডার উস্কেছেন! লিয়েন্ডার বিরোধী শিবিরের অন্যতম চরিত্র সানিয়া নাকি তার পরেই মার্টিনার সঙ্গে জুটি ভাঙার সিদ্ধান্ত নেন!

এখন দেখার, সেই মানসিকতা আর অবস্থান থেকে সরে সানিয়া সিঙ্গাপুরে মার্টিনার দিকে হাত বাড়িয়ে দেন কি না? নাকি বিরাট প্রাইজমানিই ‘সান্টিনা’-কে ট্যুর ফাইনালসে এক বারের জন্য জোড়া লাগাবে? সানিয়ার যতই অনিচ্ছা থাক!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sania Mirza Martina Hingis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE