Advertisement
১৯ মে ২০২৪

নেইমার সমস্যায় বার্সা

এমএসএন-এর ‘এম’ অর্থাত্ লিওনেল মেসি এখন চোটের জন্য বাইরে। এ বার কি ‘এন’ অর্থাত্ নেইমারকেও অনেক দিনের জন্য হারাতে চলেছে বার্সেলোনা?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৫ ০৩:৩৭
Share: Save:

এমএসএন-এর ‘এম’ অর্থাত্ লিওনেল মেসি এখন চোটের জন্য বাইরে।

এ বার কি ‘এন’ অর্থাত্ নেইমারকেও অনেক দিনের জন্য হারাতে চলেছে বার্সেলোনা?

বার্সায় সই করার পরে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও বিতর্ক পিছু ছাড়েনি নেইমারের। দলবদল নিয়ে বরাবর ধোঁয়াশা ছিল ফুটবলমহলে। রাউন্ড ওয়ানে দেখা গিয়েছিল, বিতর্কের জেরে ক্লাবের প্রেসিডেন্ট পদে ইস্তফা দিয়েছিলেন সান্দ্রো রোসেল। এ বার বিতর্কের রাউন্ড টু শুরু হল। ময়দানে নেমে পড়ল নেইমারের পুরনো ক্লাব স্যান্টোস। তারা ইতিমধ্যেই ফিফাকে চিঠি লিখে দাবি করেছে, নেইমার বেআইনি ভাবে চুক্তিভঙ্গ করেছেন স্যান্টোসের সঙ্গে। আগেই অভিযোগ ছিল, বার্সা যত দামে নেইমারকে সই করিয়েছে আসলে তার থেকে অনেক বেশি খরচ করা হয়েছিল। আর সেই অর্থের কাগজেকলমে কোনও হদিশ নেই।

ফিফার দলবদলের নিয়মে আছে ছেড়ে আসা ক্লাবকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া ছাড়াও চুক্তিভঙ্গের জন্য অভিযুক্ত ফুটবলারকে অনেক মাস সাসপেন্ডও করা যায়। ফিফা কমিটি নেইমার-কাণ্ড তদন্ত করে দেখবে এখন। সঠিক প্রমাণ পেলে ছয় মাস সাসপেন্ড করা হতে পারে ব্রাজিলের ওয়ান্ডারকিডকে। স্যান্টোস প্রেসিডেন্ট মোদেস্তো রোমা জুনিয়র বলেছেন, অভিযোগটা নেইমারের বিরুদ্ধে ব্যক্তিগত কারণে নয়, স্যান্টোস ক্লাবের স্বার্থেই করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Barcelona transfer santosh Neymar football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE