আবার চেনা মেজাজে ভারতের ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি। সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে ভারতের ডাবলস জুটি। কোয়ার্টার ফাইনালে তাঁরা সরাসরি গেমে হারালেন বিশ্বের এক নম্বর জুটি মালয়েশিয়ার নুর ইজ়ুদ্দিন-গোহ সে ফেই জুটিকে।
শেষ আটের লড়াইয়ে এগিয়ে ছিল মালয়েশিয়ার জুটিই। কিন্তু ম্যাচের শুরু থেকেই সমানে সমানে লড়াই করেন সাত্ত্বিকসাইরাজ এবং চিরাগ। প্রতিপক্ষ জুটিকে কোনও সুযোগ দেননি তাঁরা। ৩৯ মিনিটের লড়াইয়ে ভারতীয় জুটির পক্ষে ম্যাচের ফল ২১-১৭, ২১-১৫। সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ তৃতীয় বাছাই অ্যারন চিয়া-সোহ উই ইয়ক জুটি। অর্থাৎ আরও একটি মালয়েশিয় জুটির সঙ্গে লড়াই করতে হবে।
আরও পড়ুন:
জয়ের পর উচ্ছ্বসিত চিরাগ বলেছেন, ‘‘এটা বড় জয়। কারণ এখন আমরা বিশ্ব ক্রমতালিকায় ২৭ নম্বরে আছি। গত বছর আমরা সিঙ্গাপুরে খেলতে এসেছিলাম বিশ্বের এক নম্বর জুটি হিসাবে। তাই আরও বেশি আনন্দ দিচ্ছে এই জয়টা। এখনও আমরা বিশ্বের সেরা জুটিকে হারাতে পারি। বছরের শুরুতে ইন্ডিয়ান ওপেনের সেমিফাইনালে ওদের কাছে হারতে হয়েছিল আমাদের। তাই এই জয়টা আরও বেশি আনন্দ দিচ্ছে।’’ শনিবার শেষ চারের লড়াইয়ে নামবেন সাত্ত্বিকসাইরাজ এবং চিরাগ।