হংকং ওপেনের পরে চিন মাস্টার্স সুপার ৭৫০, পরপর দুটো ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে উঠলেও ট্রফি হাতছাড়া সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির। রবিবার বিশ্বের এক নম্বর দক্ষিণ কোরিয়ার কিম ওন হো এবং সেয়ো সেউং জায়ের বিরুদ্ধে স্ট্রেট গেমে হারেন সাত্ত্বিকরা। ফল ১৯-২১, ১৫-২১।
তবে একটা সময় কিন্তু এশিয়ান গেমস চ্যাম্পিয়নদের এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। বিশেষ করে প্রথম গেমে। কিন্তু ১৪-৭ এগিয়ে গিয়েও গেম জিততে পারেননি সাত্ত্বিকরা। অথচ দুরন্ত ছন্দে ছিলেন সদ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং হংকংয়ে রানার্স সাত্ত্বিকরা। কোনও গেম না হারিয়ে ফাইনালে উঠেছিলেন। অপর দিকে কিম ও সেয়ো অন্য সঙ্গীদের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করার পরে এ মরসুমে আবার জুটি বাঁধেন। এই নিয়ে মরসুমে নবম ফাইনালে খেলছিলেন তাঁরা। যার মধ্যে ছটি পদক তাঁদের জেতা হয়ে গিয়েছিল। এর মধ্যে প্যারিস বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা এবং অল ইংল্যান্ড এবং ইন্দোনেশিয়ায় সুপার ১০০০ খেতাবও রয়েছে।
‘‘অবশ্যই ওরা (কিম ও সেয়ো) দারুণ খেলছে। তবে আমাদের কাছেও সুযোগ ছিল। শেষ পর্যন্ত আমরা লড়াই করে গিয়েছি,’’ বলেন চিরাগ। সাত্ত্বিক বলেছেন, ‘‘প্রথম গেমটা জিতলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)