Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৫ ডিসেম্বর ২০২১ ই-পেপার

SC East Bengal: এফসি গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ২১ অক্টোবর ২০২১ ২৩:৪২
চলছে প্র্যাকটিস।

চলছে প্র্যাকটিস।
ছবি টুইটার।

ভাস্কো, সালগাওকর, গোকুলামের পর এবার ডুরান্ড কাপ জয়ী আইএসএল-এর ক্লাব এফসি গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। আট দিনের নিভৃতবাস শেষ করে অনুশীলনে নামবে তারা। তারপর গোয়ার বিরুদ্ধে খেলার কথা লাল-হলুদ ব্রিগেডের। শুধু গোয়া নয়, মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধেও প্রস্তুতি ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল।

প্রথম তিন প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে এসসি ইস্টবেঙ্গল। দলকেও ভাল ভাবে দেখে নেওয়ার সুযোগ পেয়েছেন এসসি ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল দিয়াস। আরও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার সুযোগ নষ্ট করতে চাইছেন না তিনি। সেই কারণে যত বেশি সম্ভব প্রস্তুতি ম্যাচ খেলে নিতে চাইছেন দিয়াস। গত মরসুমের হতাশা ভুলে নতুন ভাবে ঝাঁপাতে চাইছে এসসি ইস্টবেঙ্গল।

শোনা যাচ্ছে, নিভৃতবাসে যাওয়ার আগে কয়েকজন ফুটবলারকে ছেড়ে দিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। সরকারী ভাবে এখনও কিছু জানানো হয়নি।

Advertisement

আরও পড়ুন

Advertisement