প্রথম ম্যাচেই গত বারের চ্যাম্পিয়ন টিমকে ধরাশায়ী করে আইপিএল যাত্রা শুরু করল টিম ধোনি। বা বলা ভাল মহেন্দ্র সিংহ ধোনির নয়া টিম। এ বছরই রাইজিং পুণে সুপারজায়ান্টসের প্রথম আইপিএল। কিন্তু, ম্যাচের কোনও সময়েই তা বুঝতে দেয়নি তারা। মুম্বইয়ের মতো পোড়খাওয়া দলকে ৩২ বল বাকি থাকতেই ৯ উইকেটে হারাল পুণের সুপারজায়ান্টরা।
উদ্বোধনী ম্যাচের প্রথমেই একের পর এক উইকেট হারাতে থাকে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম চার জন ব্যাটসম্যানের কেউই এ দিন দুই অঙ্কের মুখ দেখতে পারেননি। ২৭ বলে করা ২২ রানের জোরে মিডল অর্ডারের কাঠামোটা কিছুটা ভদ্রস্থ করেন অম্বাতি রায়ডু। তবে আট নম্বরে নেমে হরভজন সিংহের ৩০ বলে অপরাজিত ৪৫ রানের জন্য ১২১ করতে পারে মুম্বই টিম। এর সঙ্গে যোগ করুন শ্রীমান অতিরিক্তকে। রোহিত-বাটলারদের বেঁধে রাখলেও পুণের সিমাররা মোট ১৩ অতিরিক্ত রান বিপক্ষকে উপহার দিলেন।
সহজ টার্গেট পেয়ে তা হাতছাড়া করেননি রাহানে আর ডু’প্লেসির ওপেনিং জুটি। প্রথম উইকেটে ৭৮ রানের বড়সড় পার্টনারশিপ গড়েন তাঁরা। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের তাঁর ফর্মের ঝলক দেখা গিয়েছিল। আর এ দিন সেই ফর্মই জারি রাখলেন অজিঙ্ক রাহানে। ৪২ বলে অপরাজিত ৬৬ করে ম্যাচ সেরার সম্মানও পেলেন তিনি।