সচিন তেন্ডুলকর থেকে ব্রেন্ডন ম্যাকালাম, রবিচন্দ্রন অশ্বিন থেকে রস টেলর বা হালের পিয়ার্স মরগ্যান। টুইটারে সহবাগের ট্রোলের শিকার হয়েছেন অনেকেই। আর এর প্রত্যেক ক্ষেত্রেই সহবাগ ছিলেন একেবারে নিজের কেরিয়ারের চূড়ান্ত ফর্মে থাকা বিধ্বংসী মেজাজে। সহবাগের ট্রোলের তালিকা থেকে এত দিন বাদ ছিলেন তাঁর এক সময়ের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এ বার আর ছাড় পেলেন না তিনিও।
দিন দু’য়েক আগে সহবাগ টুইটারে পাশাপাশি দু’টি পান্ডার ছবি পোস্ট করেন। প্রথম ছবিতে পান্ডার চোখের চারদিকে একটি কালো ছাপ। দ্বিতীয় ছবির পান্ডাটির চোখে সেই কালো ছাপ নেই। ছবি দু’টি পোস্ট করে সহবাগ লেখেন, “চশমা খুলে নেওয়ার পর আপনাদের অতি পরিচিত এক জনের ছবি।” মিনিট চল্লিশ পর ফের টুইট করে লেখেন, “আসলে এটা চাইনিজ গাঙ্গুলি আর দাদা গাঙ্গুলির ছবি। একটা চশমা পরা অবস্থায় আর একটা চশমা ছাড়া।”
আরও পড়ুন: ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের যোদ্ধারা কে কোথায়?
নিজের কেরিয়ারের সবচেয়ে বর্ণময় অংশটা সহবাগ খেলেছেন সৌরভের অধিনায়কত্বেই। ফর্মে থাকা সৌরভের ট্রেডমার্ক শট ছিল স্টেপ আউট করে স্পিনারকে ছয়। যে শট ‘বাপি বাড়ি যা’ নামে বিখ্যাত। টুইটে সেই শটের উল্লেখ করে সহবাগ লেখেন, “স্পিনারকে স্টেপ আউট করে দাদার সেই ছয়গুলো ছিল অসাধারণ।”
When someone you know,takes their glasses off :) pic.twitter.com/77KmDwPokm
— Virender Sehwag (@virendersehwag) February 3, 2017