Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Tennis

Serena Williams: ১০ বছরের সম্পর্ক শেষ, সেরিনাকে ছেড়ে আর এক প্রাক্তন এক নম্বরের হাত ধরলেন মৌরাতগ্লু

স্টেফানোস চিচিপাস এবং কোকো গউফের সঙ্গেও কাজ করেছেন প্যাট্রিক। ২৩ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী সেরিনার সঙ্গে ২০১২ সালে জুটি বাঁধেন কোচ প্যাট্রিক। তিনি টুইটে লেখেন, ‘সেরিনার সঙ্গে আমার কথা হয়েছে। আমার জন্য দরজা খুলে দিয়েছে ও। অন্য কারও সঙ্গে কাজ করতে অসুবিধা নেই আমার।’

সেরিনা উইলিয়ামস এবং সিমোনা হালেপ।

সেরিনা উইলিয়ামস এবং সিমোনা হালেপ। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২২ ১৩:২৯
Share: Save:

২০১২ সাল থেকে সেরিনা উইলিয়ামসকে প্রশিক্ষণ দিচ্ছেন প্যাট্রিক মৌরাতগ্লু। এ বার তাঁকে ছেড়ে সিমোনা হালেপকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নিলেন তিনি। ১০ বছর পর ভেঙে গেল মৌরাতগ্লু-সেরিনা জুটি।

বিশ্বের প্রাক্তন এক নম্বর এবং দু’বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী সিমোনা। এ বার থেকে তাঁকেই প্রশিক্ষণ দেবেন ফরাসি কোচ মৌরাতগ্লু। গত বছর উইম্বলডনে খেলার সময় পায়ে চোট পেয়েছিলেন সেরিনা। তার পর এখনও পর্যন্ত কোনও ট্যুরে খেলতে নামেননি আমেরিকার টেনিস তারকা। তাই শেষ আট মাস ধরে কোনও কাজও ছিল না মৌরাতগ্লুর। তিনি এক সময় সেরিনার সঙ্গে প্রেম করছেন বলেও শোনা গিয়েছিল। টুইট করে মৌরাতগ্লু লেখেন, ‘শেষ আট মাসে আমি বুঝতে পেরেছি যে, কতটা নিঃসঙ্গ হয়ে পড়ছিলাম কোচিং ছাড়া। কোচিং আমার জীবনে আবেগের জায়গা। আমার এখনও অনেক কিছু দেওয়া বাকি রয়েছে।’

মৌরাতগ্লুর সঙ্গে জুটি বাঁধার পর এই দশ বছরে সেরিনা একাধিক গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এই বছর ফের উইম্বলডনে ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ৪০ বছরের সেরিনা। অন্য দিকে ৩০ বছরের সিমোনা সাফল্য পাননি বেশ কিছু প্রতিযোগিতায়। এই মুহূর্ত কোনও কোচও ছিল না তাঁর। ড্যানিয়েল ডব্রে এবং আদ্রিয়ান মার্কউ কোচিং করাতেন সিমোনাকে। কাতার ওপেন থেকে ছিটকে যাওয়ার পর সিমোনা একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় মৌরাতগ্লুর অ্যাকাডেমিতে অনুশীলন করছেন তিনি। সেই সময়ই মৌরাতগ্লুকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন সিমোনা। কিন্তু সেরিনার সঙ্গে চুক্তি বদ্ধ থাকায় রোমানিয়ার টেনিস খেলোয়াড়ের দায়িত্ব নিতে রাজি হননি মৌরাতগ্লু।

স্টেফানোস চিচিপাস এবং কোকো গউফের সঙ্গেও কাজ করেছেন মৌরাতগ্লু। ২৩ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী সেরিনার সঙ্গে ২০১২ সালে জুটি বাঁধেন কোচ মৌরাতগ্লু। তিনি টুইটে লেখেন, ‘সেরিনার সঙ্গে আমার কথা হয়েছে। আমার জন্য দরজা খুলে দিয়েছে ও। অন্য কারও সঙ্গে কাজ করতে অসুবিধা নেই আমার।’

মৌরাতগ্লুর সঙ্গে জুটি বাঁধার পর সিমোনা আবার স্বমহিমায় ফিরতে পারেন কি না সেই দিকেই নজর থাকবে টেনিসপ্রেমীদের। অন্য দিকে মৌরাতগ্লুহীন সেরিনা উইম্বলডন জিততে পারবেন? এই প্রশ্নর উত্তরও খুঁজবেন টেনিসপ্রেমীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tennis simona halep serena williams
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE