Serena Williams posing topless in a music video to create awareness for breast cancer dgtl
স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে টপলেস সেরেনা
অক্টোবর মাসকে চিহ্নিত করা হয়েছে স্তন ক্যান্সারের সচেতনতা বাড়ানোর জন্য। প্রজেক্টের নাম ‘আই টাচ মাইসেল্ফ’। মহিলারা যেন নিয়মিত স্তনের পরীক্ষা করান, সেটাই লক্ষ্য। সেরেনা সেই কারণেই গেয়েছেন গান।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০০
অন্য ভূমিকায় সেরেনা। ছবি: এএফপি।
স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানো উদ্দেশ্য। আর সেই কারণে একটি মিউজিক ভিডিয়োয় সেরেনা উইলিয়ামসকে দেখা গেল টপলেস অবস্থায় গান গাইতে। যা আলোড়ন তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
ওই মিউজিক ভিডিয়োয় নয়ের দশকের জনপ্রিয় গান ‘আই টাচ মাইসেল্ফ’ গেয়েছেন ৩৭ বছর বয়সী টেনিস তারকা। অক্টোবর মাসকে চিহ্নিত করা হয়েছে স্তন ক্যান্সারের সচেতনতা বাড়ানোর জন্য। এই প্রজেক্টের নাম ‘আই টাচ মাইসেল্ফ’। মহিলারা যেন নিয়মিত স্তনের পরীক্ষা করান, সেটাই লক্ষ্য এই প্রজেক্টের। সেরেনা সেই কারণেই গেয়েছেন গান।
সেরেনা যে গান গেয়েছেন, সেটা গেয়েছিলেন ‘ডিভিনাইলস’-র গায়িকা ক্রিসি অ্যাম্পলেট। যিনি ২০১৩ সালে ৫৩ বছর বয়সে স্তন ক্যানসারেই প্রয়াত হন। ইনস্টাগ্রামে এই ভিডিয়ো সম্পর্কে সেরেনা লিখেছেন, “মহিলারা যাতে নিজেদের সম্পর্কে সতর্ক থাকেন, সেটা মনে করিয়ে দেওয়াই ভিডিয়োর উদ্দেশ্য।”
বিশ্বের সামনে টপলেস অবস্থায় গান গাওয়া সহজ ছিল না সেরেনার পক্ষে। ২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ীর কথায়, “হ্যাঁ, এটা আমার কমফোর্ট জোনের বাইরের ব্যাপার। তবে এটা আমি করতে চেয়েছিলাম। কারণ এটা এমন ইস্যু, যা বর্ণ নির্বিশেষে বিশ্বজুড়ে সমস্ত মহিলাদের কাছে সমস্যা। দ্রুত এটা ধরা পড়া জরুরি। তা হলে অনেক প্রাণ বাঁচবে। আশা করছি, এই ভিডিয়ো মহিলাদের তা মনে করাবে।”
(ক্রিকেটের খবর, ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
Best Value
প্রতি বছরে
5,148
1,999
প্রতি মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে