Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সালাহকে মারেননি, বলছেন র‌্যামোস

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে শুধু সালাহর কাঁধে চোট নয়, র‌্যামোসের সঙ্গে সংঘর্ষে সাময়িক সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন লিভারপুল গোলরক্ষক লরিস কারিয়স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জুন ২০১৮ ০৪:৫৩
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মহম্মদ সালাহর চোট পাওয়া নিয়ে এ বার মুখ খুললেন সের্খিয়ো র‌্যামোস। বললেন, সালাহই শুরুতে তাঁর হাত ধরে ফেলায় চোট পান। যার ফলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছিল এই লিভারপুল ফরোয়ার্ডকে।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে শুধু সালাহর কাঁধে চোট নয়, র‌্যামোসের সঙ্গে সংঘর্ষে সাময়িক সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন লিভারপুল গোলরক্ষক লরিস কারিয়স। যে প্রসঙ্গ উঠলে র‌্যামোস রসিকতা করে বলছেন, ‘‘এক মাত্র ফির্মিনোই অভিযোগ করেনি, যে আমার ঘামের বিন্দু ওর গায়ে পড়ে যাওয়ায় ঠান্ডা লেগে যায়।’’

স্পেনের হয়ে বিশ্বকাপ প্রস্তুতির মাঝে স্বদেশীয় সংবাদমাধ্যমের কাছে নিজেকে নির্দোষ দাবি করেছেন র‌্যামোস। তাঁর কথায়, ‘‘সালাহর ব্যাপারটা বড় করে দেখানো হচ্ছে। এ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। কারণ বিষয়টিকে অহেতুক বেশি গুরুত্ব দিচ্ছেন কেউ কেউ।’’ র‌্যামোস সঙ্গে যোগ করেন, ‘‘সালাহই প্রথমে আমার হাত চেপে ধরেছিল। আমি এক দিকে পড়ে যাই। আর সালাহর অন্য দিকের কাঁধে আঘাত লাগে। আর বলা হচ্ছে, আমি নাকি সালাহকে জুডোর প্যাঁচে আঘাত করেছি।’’

র‌্যামোস আরও বলেন, ‘‘ম্যাচের পরে সালাহর সঙ্গে বার্তা বিনিময় হয়েছে। সে দিন ইঞ্জেকশন নিয়ে দ্বিতীয়ার্ধে সালাহ খেলতেও পারত। আমি নিজেও অনেক বার এ ভাবে খেলেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sergio Ramos Mohamed Salah Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE