Advertisement
E-Paper

দরিদ্র ভোজন: গম্ভীরের উদ্যোগে সামিল হতে চান শাহরুখ

গৌতম গম্ভীর ফাউন্ডেশনের পক্ষ থেকে নেওয়া এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘এক আশা’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৭ ২১:৫১
আইপিএলের একটি ম্যাচে নাইট অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে শাহরুখ খান।ছবি: সংগৃহীত।

আইপিএলের একটি ম্যাচে নাইট অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে শাহরুখ খান।ছবি: সংগৃহীত।

দুঃস্থ-অসহায় মানুষদের হাতে খাবার তুলে দেওয়ার জন্য মঙ্গলবার পশ্চিম দিল্লিতে কমিউনিটি কিচেন খুলেছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম নক্ষত্র গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর ফাউন্ডেশনের পক্ষ থেকে নেওয়া এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘এক আশা’।

আরও পড়ুন: ‘ফ্লিনটফের আদলে নয়, আমি আমার মতো খেলি’

এই নিয়ে টুইটারে একটি পোস্টারও পোস্ট করেছিলেন গৌতম। এ বার সেই উদ্যোগে গম্ভীর পাশে পেলেন তাঁর আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে। জাতীয় দলের তারকা ব্যাটসম্যান গৌতমের এই উদ্যোগের প্রশংসা করে একটি টুইটও করেন ‘বাদশা’। তিনি লেখেন, “ভগবান তোমার মঙ্গল করুন। আমাকে জানাও, কী ভাবে তোমার এই মহান উদ্যোগে সাহায্য করতে পারি।”

শুধু শাহরুখই নন, গৌতম গম্ভীরের এই উদ্যগকে সমর্থন জানিয়েছে দেশের বিভিন্ন শ্রেনীর মানুষ।

আরও পড়ুন: মানুষের পাশে দাঁড়িয়ে নতুন উদ্যোগ গৌতম গম্ভীরের

Shah Rukh Khan Goutam Gambhir Delhi শাহরুখ খান গৌতম গম্ভীর দিল্লি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy