ছুটি কাটিয়ে মাত্র ১০ দিন আগেই ফের কাজে যোগ দিয়েছিলেন। পোস্টিং ছিল ছত্তীসগঢ়ে। জ্বরে ভুগে সেখানেই মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের সিআরপিএফ জওয়ানের। শনিবার ডেবরার বাড়িতে তাঁর কফিনবন্দি দেহ এসে পৌঁছেছে। গোটা গ্রামে নেমেছে শোকের ছায়া।
মৃত জওয়ানের নাম দেবাশিস সিংহ। কেন্দ্রীয় আধাসেনা বাহিনী সিআরপিএফ-এ কর্মরত ছিলেন তিনি। ডেবরা থানার ডিঙ্গল গ্রামের বাসিন্দা দেবাশিস ২০১৯ সালে কেন্দ্রীয় বাহিনীতে যোগ দেন। পোস্টিং ছিল ছত্তীসগঢ়ে। পরিবার সূত্রে খবর, দিন দশেক আগেই ছুটি কাটিয়ে ফের কাজে যোগ দিয়েছিলেন ওই জওয়ান। তবে গত কয়েক দিন শরীর ভাল ছিল না। বেশ জ্বরও ছিল। জ্বর নিয়েই কাজে যাচ্ছিলেন দেবাশিস। কর্তব্যরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ক্যাম্প থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন:
শনিবার দেবাশিসের দেহ ডিঙ্গল গ্রামে ফিরেছে। মৃত জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে ভেঙে পড়েছিল গোটা গ্রাম। রাস্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গান স্যালুটের পাশাপাশি ভারতমাতার জয়ধ্বনিতে বিদায় জানানো হয়েছে তাঁকে।