Advertisement
২৪ এপ্রিল ২০২৪

শাকিবদের মন নেই টেস্টে, বিস্ফোরণ বিসিবি প্রধানের

বাংলাদেশে বোর্ড প্রেসিডেন্ট মুস্তাফিজুর রহমানের নামও করেছেন, টেস্ট খেলতে অনিচ্ছুকদের মধ্যে। তিনি মনে করছেন, বাংলাদেশের টেস্ট ক্রিকেটকে বাঁচাতে নতুন মুখ তুলে আনতে হবে এবং তাঁদেরই সুযোগ দিতে হবে।

নারাজ: শাকিব চান টি-টোয়েন্টি।

নারাজ: শাকিব চান টি-টোয়েন্টি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ জুলাই ২০১৮ ০৩:৪৯
Share: Save:

বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারেরা আর টেস্ট খেলতে চাইছেন না বলে জানালেন সে দেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান। ঠিক কী কারণে তাঁদের ক্রিকেটারদের এমন মনোভাব, সেটা স্পষ্ট করতে চাননি বোর্ড প্রেসিডেন্ট। তবে ইঙ্গিত দিয়েছেন, বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লিগ এবং কুড়ি ওভারের ক্রিকেটের প্রাধান্য পাওয়া এর সব চেয়ে বড় কারণ হতে পারে।

যে সব সিনিয়র ক্রিকেটারদের টেস্ট খেলার মনোভাব দেখা যাচ্ছে না, তাঁদের মধ্যে শাকিব-আল-হাসান রয়েছে। বাংলাদেশে বোর্ড প্রেসিডেন্ট মুস্তাফিজুর রহমানের নামও করেছেন, টেস্ট খেলতে অনিচ্ছুকদের মধ্যে। তিনি মনে করছেন, বাংলাদেশের টেস্ট ক্রিকেটকে বাঁচাতে নতুন মুখ তুলে আনতে হবে এবং তাঁদেরই সুযোগ দিতে হবে। ‘‘আইসিসি-তেও আমি ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া বাদে অন্য কোনও দেশকে টেস্ট নিয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করতে দেখি না,’’ বলছেন নাজমুল হাসান। যোগ করছেন, ‘‘ক্রিকেট সম্প্রচারকেরা টেস্ট নিয়ে আগ্রহী নয়। ওরা বলে যেখানে কোনও দর্শক হয় না, তা নিয়ে আমরা আগ্রহী হতে যাব কেন?’’ বাংলাদেশ বোর্ড প্রেসিডেন্টের কথায় টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া সংশয়ের মেঘই আরও বাড়ছে।

এর পরেই নাজমুল হাসানের বিস্ফোরণ, ‘‘আমাদের দেশে দেখা যাচ্ছে, কয়েক জন সিনিয়র ক্রিকেটার টেস্ট খেলতে চাইছে না। শাকিব খেলতে চাইছে না। মুস্তাফিজুর চাইছে না। হয়তো মুস্তাফিজুরের ভয় হচ্ছে, পাঁচ দিনের টেস্ট খেললে আরও বেশি চোট পাবে।’’ গত বছর দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের সঙ্গে টেস্ট সিরিজ থেকে বিশ্রাম চেয়েছিলেন শাকিব। তাঁকে বিশ্রাম নিতেও দিয়েছিল বোর্ড।

বাংলাদেশ বোর্ড প্রেসিডেন্ট বলে দিয়েছেন, মুস্তাফিজুরকে টেস্ট না খেলে অন্য দেশের টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি দেওয়া হবে না। ‘‘সব চেয়ে দুঃখের কথা হচ্ছে, টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে ও চোট পাচ্ছে আর তার পর দেশের হয়ে মাঠে নামতে পারছে না। এটা মেনে নেওয়া যায় না। আমি মুস্তাফিজুরকে ইতিমধ্যেই বলেছি, আগামী দু’বছর বাইরে কোথাও খেলতে পারবে না।’’ তিনি আরও জানান, বাংলাদেশ এখন থেকে টেস্ট ও সীমিত ওভারের জন্য আলাদা করে দল গড়ার কথা ভাবতে শুরু করেছে। ‘‘সিনিয়র কাউকে বসালেই অনেক কথা হবে। কিন্তু নতুনদেরও খুঁজে বার করতে হবে। যাতে তামিম, শাকিব, মুশফিকুর, মাহমুদুল্লারা না থাকলেও নতুনরা দলকে এগিয়ে নিয়ে যেতে পারে,’’ বাংলাদেশের ক্রিকেট ভক্তদের বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে বলেছেন বোর্ড প্রধান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Shakib Al Hasan Test Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE