Advertisement
০৪ মে ২০২৪

পেনরা চিন্তায়, দল দেখে মত ওয়ার্নের

ওয়ার্ন বলছেন, এই দল দেখে পরিষ্কার, ভারতের বিরুদ্ধে নামার আগে চিন্তায় পড়ে গিয়েছে অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়া যে চূড়ান্ত একাদশ দেখে অবাক শেন ওয়ার্ন।—ফাইল চিত্র।

অস্ট্রেলিয়া যে চূড়ান্ত একাদশ দেখে অবাক শেন ওয়ার্ন।—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮ ০৪:১৯
Share: Save:

অ্যাডিলেড টেস্টের জন্য অস্ট্রেলিয়া যে চূড়ান্ত একাদশ ঘোষণা করেছে, তা দেখে রীতিমতো অবাক শেন ওয়ার্ন। প্রথম এগারো থেকে মিচেল মার্শের বাদ পড়াটা মানতে পারছেন না অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি স্পিনার। ওয়ার্ন বলছেন, এই দল দেখে পরিষ্কার, ভারতের বিরুদ্ধে নামার আগে চিন্তায় পড়ে গিয়েছে অস্ট্রেলিয়া।

বুধবার একটি ওয়েবসাইটে ওয়ার্ন বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার প্রথম একাদশ দেখে আমি অবাক হয়ে গিয়েছি। মনে হচ্ছে, স্পিন বোলিংটা ভাল খেলতে পারে বলে পিটার হ্যান্ডসকম্বকে দলে রাখা হল মিচেল মার্শের জায়গায়। কিন্তু গত ১৫ বছরে কোনও বিদেশি স্পিনার এ দেশে এসে দাগ কাটতে পারেনি। তাই আমার কাছে স্পিন বোলিংটা কোনও বড় চিন্তার কারণ নয়। কিন্তু অস্ট্রেলিয়ার দল নির্বাচন দেখে মনে হচ্ছে, ভারতীয় স্পিনারদের নিয়ে ওরা চিন্তায় পড়ে গিয়েছে।’’ অ্যাডিলেড টেস্টে চার বোলারেই খেলছে অস্ট্রেলিয়া। প্রথম এগারো এ রকম, অ্যারন ফিঞ্চ, মার্কাস হ্যারিস, উসমান খোয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্রাভিস হেড, টিম পেন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নেথান লায়ন, জশ হেজলউড।

ভারত অবশ্য এ দিন যে বারো জনের নাম জানিয়েছে, তাতে স্পিনার একজনই। আর অশ্বিন। যে অশ্বিন অস্ট্রেলিয়ার মাটিতে ছয় টেস্ট খেলে ২১টি উইকেট নিয়েছেন। ভারত কেন কুলদীপ যাদবকে অ্যাডিলেড টেস্টে খেলাচ্ছে না, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কেউ কেউ বলছেন, সে ক্ষেত্রে হনুমা বিহারীকে অন্তত প্রথম একাদশে রাখা উচিত। কারণ হনুমা কাজ চালানো অফস্পিনটা করতে পারেন। একই ভাবে মিচেল মার্শের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলছেন ওয়ার্ন। সর্বকালের অন্যতম সেরা স্পিনারের মন্তব্য, ‘‘অ্যাডিলেডের পিচে একজন বাড়তি বোলারের দরকার ছিল। মিচ খেললে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে বৈচিত্রও থাকত।’’

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার আদর্শ ব্যাটিং লাইন কী হওয়া উচিত ছিল, তাও জানিয়েছেন ওয়ার্ন। তাঁর কথায়, ‘‘আমি হলে টিম পেনকে ছ’নম্বরে ব্যাট করতে পাঠাতাম। সাত নম্বরে নামত মিচ মার্শ। তা হলে ও স্বাধীন ভাবে ব্যাট করতে পারত। পাশাপাশি দলে একজন অলরাউন্ডারও থাকত।’’ মিচ মার্শের বাদ পড়া নিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক পেন বলেছেন, ‘‘এই সিরিজেই কোনও না কোনও সময় মিচ মার্শকে আমাদের দরকার হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE