মোহনবাগানে যা সাধারণত হয় না, সেটাই এ বার হল।
মরসুম শেষ হওয়ার আগেই পরের বছরের কোচ হিসাবে শঙ্করলাল চক্রবর্তীর নাম ঘোষণা করে দিল মোহনবাগান। গোলকিপার কোচ হিসাবে থাকছেন অর্পণ দে-ই। সোমবার পাঁচ সদস্যের ফুটবল কমিটি, কোচ শঙ্করলাল চক্রবর্তী এবং টেকনিক্যাল কমিটির সদস্য কম্পটন দত্ত আলোচনায় বসেছিলেন। সভা থেকে বেরিয়ে ফুটবল সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় বললেন, ‘‘কোচ ও গোলকিপার কোচ-কে রেখে দেওয়া হচ্ছে। দল নিয়েও আলোচনা হয়েছে। সবাই মিলে বসে ফুটবলারদের তালিকা তৈরি করছি। সেই তালিকা ধরে আলোচনা হবে।’’ জানা গিয়েছে, গোকুলম, চার্চিল ব্রাদার্সের চার-পাঁচ জন ফুটবলারকে চাইছেন কোচ।
মোহনবাগানের বর্তমান টিমের আট ফুটবলারকে আইএসএলের বিভিন্ন ক্লাব বড় অঙ্কের টাকার প্রস্তাব দিয়েছে। তাদের কি আটকাতে পারবে মোহনবাগান? সভায় ওই আট ফুটবলারদের নাম নিয়ে আলোচনা হয়। এঁরা হলেন দিপান্দা ডিকা, শিল্টন পাল, ইউতা কিনওয়াকি, শেখ ফৈয়াজ, রেইনার ফার্নান্ডেজ, রিকি লালামাওমা, নিখিল কদম ও রানা ঘরামি। ঠিক হয়, এঁদের সঙ্গে এখনই কথা বলা হবে। যে-হেতু সবুজ-মেরুনের বাজেট এ বার গত বারের তুলনায় অনেক কম, তাই কতদূর পর্যন্ত এগোনো হবে তা নিয়ে আলোচনা হয়। শঙ্করলালের কাছে জানতে চাওয়া হয়েছে এঁদের মধ্যে কে কে অপরিহার্য?