Advertisement
০৫ মে ২০২৪
Sports News

মো ফারার সঙ্গে ট্র্যাকে নামাটা সারা জীবনের অভিজ্ঞতা: গোবিন্দন

মো ফারার সঙ্গে ট্র্যাক শেয়ার করাটা সহজ ছিল না। কিন্তু বিশ্ব মিটে তিনি সেটা করলেন। এবং ব্যাক্তিগত সেরা সময়টিও করলেন। নিয়ে ফিরলেন সারা জীবনের অভিজ্ঞতা।

গোবিন্দন লক্ষ্মণন। ছবি: সংগৃহীত।

গোবিন্দন লক্ষ্মণন। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৭ ১৯:৩৪
Share: Save:

এরকম সুযোগ সব সময় আসে না।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে যে সুযোগ পেয়ে গিয়েছিলেন ভারতের গোবিন্দন লক্ষ্মণন। যা সারা জীবনের অভিজ্ঞতা হয়ে থাকবেন এই অ্যাথলিটের কাছে। ৫হাজার মিটারের হিটে নেমেছিলেন গোবিন্দন। যেখানে তাঁর পাশেই নেমেছিলেন বিশ্ব অ্যাথলেটিক্সের আর এক রাজা মো ফারা। দৌঁড় শেষে লক্ষ্মণন ব্যাক্তিগত সেরা সময় ১৩ মিনিট ৩৫.৬৯ সেকেন্ড। শেষ করেন ১৫ নম্বরে। পরে তিনি বলেন, ‘‘মো ফারার পাশে দৌঁড়নো একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমার জন্য অনুপ্রেরণা। দারুণ লাগছে আমার। তাঁর সঙ্গে দৌঁড়নোটা সারা জীবনের অভিজ্ঞতা। ওর এটাই শেষ প্রতিযোগিতা। এর পর আর ওরা নামবে না ট্র্যাকে।’’

আরও পড়ুন

শেষ রেসে সোনা জিততে তৈরি বোল্ট

সেমেনিয়ার বিশেষ পরামর্শ দ্যুতিকে

কিন্তু শেষ দৌঁড় কেমন দৌঁড়লেন ফারা?

গোবিন্দন বলেন, ‘‘আমি অবশ্য খেয়াল করিনি ও কেমন দৌঁড়েছে। আমি আমার দৌঁড়ে নজর রেখেছিলাম। কিন্তু দারুণ লাগছিল ওর সঙ্গে দৌঁড়তে পেরে।’’ লক্ষ্মণনের কোচের ইচ্ছে বাহাদুর প্রসাদের ২৫ বছরের জাতীয় রেকর্ড ভেঙে দিক গোবিন্দন। যাঁর রেকর্ড সময় ছিল ১৩ মিনিট ২৯.৭০ সেকেন্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE